East Bengal: বাইরের কেউ নয়, কুয়াদ্রাতের সহকারি হিসেবে কাজ করবেন বিনো

বর্তমানে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্বে রয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত ( Carles Cuadrat)। আগামী দুই মরশুমের চুক্তিতে কলকাতার এই প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি।

Bino George

বর্তমানে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের দায়িত্বে রয়েছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত ( Carles Cuadrat)। আগামী দুই মরশুমের চুক্তিতে কলকাতার এই প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি। যা দেখে খুশি আপামর লাল-হলুদ জনতা। আসলে একটা সময় এই স্প্যানিশ কোচের হাত ধরেই আইএসএল ট্রফি জিতেছিল বেঙ্গালুরু এফসি। পাশাপাশি তাদের ফেডারেশন কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কোচের। এবার তার হাতে দায়িত্ব দিয়েই নিজেদের হারানো ছন্দ ফেরাতে চাইছে মশাল ব্রিগেড।

তবে শুধু কুয়াদ্রাত নন, সুনীল ছেত্রীদের আইএসএল জয়ের ক্ষেত্রে আরেকজন সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তিনি মন্দার তামহানে। বলাবাহুল্য, বেঙ্গালুরু এফসি কে আইলিগ থেকে আইএসএলে আনার ক্ষেত্রে ও ব্যাপক ভূমিকা ছিল সেই মানুষটির। তবে চলতি বছরের শুরুর দিকেই বেঙ্গালুরু ছাড়েন তিনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে গত এপ্রিলের শেষের দিকে স্টিফেন কন্সট্যান্টাইন কে বিদায় জানিয়ে কার্লোস কুয়াদ্রাত কে দায়িত্ব দিতেই দলের সিউ হিসেবে মন্দার তামহানের আসার সম্ভাবনা ব্যাপকভাবে জোড়ালো হয়ে ওঠে। কিন্তু আনতে গিয়ে ও বেশকিছূ সমস্যা দেখা দিতে থাকে ক্লাবের অন্দরে। যদিও শেষ পর্যন্ত গতকাল নর্থইস্ট ইউনাইটেডের সিউ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পাশাপাশি কুয়াদ্রাতের সহকারী হিসেবে আসার কথা শোনা গিয়েছিল সুনীলদের প্রাক্তন সতীর্থ দিমাস ডেলগার্ডোর নাম। তবে শেষ পর্যন্ত তাকে আনতে ও সহমত হয়নি ইমামি ম্যানেজমেন্ট।

তাই এবার জুনিয়র দলের কোচকে দেওয়া হল দায়িত্ব। সেই অনুযায়ী আগামী দুই মরশুমের জন্য কার্লোস কুয়াদ্রাতের সহকারী হিসেবে থাকবেন বিনো জর্জ। যার হাত ধরে এবার রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে ইস্টজোন চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। পাশাপাশি বহু অপেক্ষার পর মিলিছে ডার্বি জয়ের স্বাদ। তাই সমস্ত কিছু বিবেচনা করে বিনো জর্জের হাতেই তুলে দেওয়া হল দায়িত্ব।