Sunday, December 7, 2025
HomeSports NewsFootballজার্মান কিংবদন্তির থেকে পুরস্কার গ্রহণ লাল-হলুদ ফুটবলারদের

জার্মান কিংবদন্তির থেকে পুরস্কার গ্রহণ লাল-হলুদ ফুটবলারদের

- Advertisement -

১৬ নভেম্বর বিকেলে ঐতিহাসিক কলকাতা টাউন হলে অনুষ্ঠিত হল সংস্থা আইএফএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন জার্মান অধিনায়ক লোথার ম্যাথুজ। তিনি প্রিমিয়ার ডিভিশনের (East Bengal) সেরাদের হাতে পুরস্কার তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

২২ গজে ফের ভারত-পাক মহারণের বিরল ঘটনায় তোলপাড় ক্রিকেটমহল!

   

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাস, আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত ও অজিত বন্দোপাধ্যায়, এবং সচিব অনির্বাণ দত্ত, যিনি সকলকে স্বাগত জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা জানানো হয়। সেরা রেফারি, অনূর্ধ্ব ১৩, ১৫, ১৭ যুব লীগ, নার্সারি ডিভিশন, কন্যাশ্রী কাপ, পঞ্চম থেকে প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল, প্রতিটি বিভাগের সেরা কোচ এবং সর্বোচ্চ গোলদাতাদের পুরস্কৃত করা হয়। এছাড়াও, বিভিন্ন ডিভিশনের জন্য ফেয়ার প্লে ট্রফি বিতরণ করা হয়।

নিলামে কাদের চাইছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি? সামনে এল রিপোর্ট কার্ড!

সদ্য সমাপ্ত সাব-জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলা দল, জুনিয়র জাতীয় ফুটবলে রানার্স এবং সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে রানার্স বাংলা দলকেও বিশেষভাবে সংবর্ধিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে ময়দান থেকে জেলা ফুটবলের সদস্যরা উপস্থিত ছিলেন। আইএফএ কর্মীদের তাদের নিরলস পরিশ্রমের জন্য বিশেষ সম্মান জানানো হয়। প্রাক্তন ফুটবলারেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, কার্তিক শেঠ, ভাস্কর গাঙ্গুলি, কম্পটন দত্ত, নাসির আহমেদ, রঞ্জিত মুখার্জী, দীপক মণ্ডল, বিদেশ বসু, সুমিত মুখার্জী, সঞ্জয় মাঝি, দীপেন্দু বিশ্বাস, বিশ্বনাথ মণ্ডল, মেহতাব হোসেন, ফাল্গুনী দত্ত, গৌতম ঘোষ প্রমুখ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular