East Bengal FC: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই বড়সড় ব্যবধানে জয় মশালবাহিনীর

139
East Bengal

প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে নিল ইস্টবেঙ্গলের (East Bengal FC) মহিলা দল। সূচি অনুসারে আজ নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মুখোমুখি হয়েছিল লাল-হলুদ। নির্ধারিত সময়ের শেষে ৮-০ গোলের ব্যবধানে জয় তুলে নিল কলকাতার এই প্রধান ক্লাব। দলের হয়ে গোল করেন যথাক্রমে তুলসী, মৌসুমি, সুস্মিতা ও সুরঞ্জনা।  আজকের এই জয়ের ফলে শিল্ডের সেমিফাইনালের পথ প্রশস্ত করল মশাল কন্যারা।

বলাবাহুল্য, এবারের জাতীয় মহিলা লিগে শেষ পর্যন্ত ধাক্কা খেলেও আজ আইএফএ শিল্ডে নিজেদের পুরোনো ছন্দেই ধরা দিল রত্না-সুলঞ্জনারা। ম্যাচের ঠিক ৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষনভাগে ফাঁটল ধরিয়ে প্রথম গোল করে যান তুলসী। তারপর ব্যবধানে কমাতে বারংবার আক্রমণে উঠে আসে নদীয়া দল।

সেই সুযোগে ঠিক ২২ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করে যান মৌসুমি। ঠিক এক মিনিটের মধ্যেই ফের গোল। গোল করেন সেই তুলসী। সেইধারা বজায় রেখেই ২৯ মিনিটের মাথায় গোল করেন সুস্মিতা। তারপর ৪১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন মৌসুমি। প্রথমার্ধের শেষে ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে লাল-হলুদ ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধে ও বজায় থাকে সেই একই ধারা। ৬১ মিনিটের মাথায় নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন তুলসী। এরপর ঠিক ১০ মিনিট পর নদীয়া দলের রক্ষন ভেদ করে গোল করে আসেন সুরঞ্জনা রাউল। শেষ পর্যন্ত ৮০ মিনিটের মাথায় গোল করে নিজের হ্যাট্রিক সম্পন্ন করেন মৌসুমি।