East Bengal: কত কোটি টাকার বিনিময়ে জাহুকে আনতে চাইছে লাল-হলুদ? দেখে নিন

গত মাসের শেষের দিকেই দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। আগামী দুই মরশুমে দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত।

Transfer News: East Bengal Pursues Ahmed Jahouh, Speculating the Transfer Fee

গত মাসের শেষের দিকেই দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। আগামী দুই মরশুমে দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। এরপর থেকে যতই সময় এগিয়েছে দলবদলের বাজারে ততই সক্রিয় হয়ে উঠেছে কলকাতার এই প্রধান।

নন্দকুমার থেকে শুরু করে ভান্সপল, সিভেরিও এমনকি সবুজ-মেরুন ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ কে ও দলে আনার কথা শোনা গিয়েছিল ম্যানেজমেন্টের তরফে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করল এক নয়া তথ্য।

   

শোনা যাচ্ছে, মুম্বাই সিটি এফসির তারকা ফুটবলার আহমেদ জাহুকে নাকি আগামী মরশুমের জন্য দলে আনতে চাইছে লাল-হলুদ ব্রিগেড। যা শুনে রীতিমতো চমকে যাওয়ার জোগাড় সকলের। বলাবাহুল্য, বিগত কয়েক মরশুম থেকেই মুম্বাই সিটি এফসি দলের গুরু দায়িত্ব পালন করে আসছেন দশ নম্বর জার্সিধারী এই তারকা। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিবেচিত হলেও যেকোনো সময় প্রতিপক্ষের বক্সে হানা দিয়ে গোল তুলে নিতে পারেন তিনি।

একটা সময় এফসি গোয়ার হয়ে আইএসএল খেলতে এসেছিলেন এই মরোক্কোন তারকা। সেখানে থেকে যান প্রায় তিনটি মরশুম। সেই দলের হয়ে লিগ শিল্ড জেতার পাশাপাশি মরোক্কোমরোক্কোর জাতীয় দলের হয়ে ও খেলার রেকর্ড রয়েছে এই তারকার। পাশাপাশি খেলেছেন আরব কাপের মতো টুর্নামেন্টে।

তবে পরবর্তীতে ২০২০-২১ মরশুমে মুম্বাই সিটির হয়ে খেলতে আশার পর থেকে সাফল্যের আরও শিখরে উঠে যান তিনি। আইএসএল জেতার পাশাপাশি মুম্বাইয়ের হয়ে দুইবার লিগ শিল্ড ও জিতেছেন তিনি। শোনা যাচ্ছে, প্রায় আড়াই কোটি টাকার বিনিময়ে তাকে নাকি দলে টানতে চাইছে ইস্টবেঙ্গল। তবে আদৌও তিনি আসেন কিনা সেটাই দেখার।