Monday, December 8, 2025
HomeUncategorizedEast Bengal : জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে পারে ইস্টবেঙ্গল

East Bengal : জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে পারে ইস্টবেঙ্গল

- Advertisement -

চূড়ান্ত সই হওয়ার আগেই অনেক কিছু ঘটেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে। অন্তত এই ক’দিনে। যেমন সমঝোতা হওয়ার আগেই ইমামি কর্তাদের দল গঠন করার কথা বলেছেন ক্লাব কর্তারা।

বুধবার রাতের দিকে জানা গিয়েছে, ইমামির সঙ্গে ফের বৈঠকে বসতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। কোম্পানির তরফেও এ ব্যাপারে সাড়া দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী দুই এক দিনে দুই পক্ষ আবারও আলোচনায় বসবে বলে অনুমান।

   

ট্রান্সফার উইন্ডো ইতিমধ্যে খুলে গিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের দল গঠন থমকে গিয়েছে। কবে কাজ ফের শুরু হবে সেই আশায় ক্লাব সমর্থকরা দিন গুনছেন। এরই মধ্যে নতুন করে বিতর্ক। সই হওয়ার আগে ক্লাব কর্তারা কীভাবে দল গড়ার জন্য বিনিয়োগকারীকে অনুরোধ করেছেন সেটাই অনেকে বুঝে উঠতে পারছেন না।

বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে ক্লাব সমর্থকরা কোম্পানিকে পাল্টা চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে, চূড়ান্ত সই না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে যেন কোনো টাকা না দেওয়া হয়। এই একই দিনের খবর ছিল, কোম্পানির সঙ্গে ফের আলোচনা করতে চাইছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular