রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের গত ম্যাচে দুই গোলে এগিয়ে থেকে ও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলকে (East Bengal)। যা দেখে হতাশ ছিল সকলেই। সেই যন্ত্রনা কাটিয়ে এবার ফের জয়ের সরনীতে ফিরেছিল ইস্টবেঙ্গল।
নির্ধারিত সময়ের নিরিখে রিলায়েন্স কতৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের জাতীয় পর্বে মুম্বাই সিটি এফসি কে ২ -০ গোলে পরাজিত করেছিল মশাল ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে হিমাংশু ও রূপক। যারফলে, এই প্রথমবার মুম্বাই কে মুম্বাইয়ের ঘরের মাঠে পরাজিত করেছিল কোনো দল। তবে শেষরক্ষা হলনা। আজ ম্যাচ জয়ের পরে ও রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ থেকে ছিটকে যেতে হল বিনো জর্জের ছেলেদের।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পরিসংখ্যান বলছে বর্তমানে ৩ ম্যাচ খেলে মোট ৬ পয়েন্ট সংগ্ৰহ করেছে ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। বাকি রয়েছে আরো একটি ম্যাচ। সেই ম্যাচ জিতলে দলের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে নয়। অন্যদিকে তাদের ই গ্রুপের আরেক দল রিলায়েন্স ইয়ং চ্যাম্পস সংগ্ৰহ করবে দশ। যারফলে, মাত্র ১ পয়েন্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী রাউন্ডে চলে যাবে রিলায়েন্স গোষ্ঠীর এই দল। তাই আজকের ম্যাচ লাল-হলুদ জিতলেও গ্রুপের অন্যান্য ম্যাচের পরিপ্রেক্ষিতে সহজেই পরবর্তী রাউন্ডে চলে গিয়েছে ইয়ং চ্যাম্পস।
উল্লেখ্য, রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের দ্বিতীয় ম্যাচে তাদের বিপক্ষেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইমামি ইস্টবেঙ্গল। শেষ আশি মিনিট পর্যন্ত দলের এই পরিস্থিতি থাকলেও ৮৫ মিনিট থেকেই হঠাৎ বদলাতে থাকে ম্যাচের ভাগ্য। লাল-হলুদ রক্ষন ভেঙে একের পর এক গোল করতে শুরু করেন ইয়ং চ্যাম্পসের ফুটবলাররা। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জেতা ম্যাচ মাঠেই ফেলে আসতে হয় তুহিন-জেসিনদের।
#EastBengal #DevelopmentLeague #FootballNews #Victory #Elimination #Mumbai #SportsUpdate