বিশ্ব ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রথমবারের জন্য সম্ভবত পা রাখতে চলেছেন ভারতীয় মাটিতে। সৌদি আরবের ক্লাব আল নাসের, যার নেতৃত্বে আছেন রোনাল্ডো। তারা এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ (AFC Champions League Two) গ্রুপ পর্বে অংশ নিতে চলেছে। সেই ম্যাচেই ভারতের ক্লাব এফসি গোয়ার মুখোমুখি হবে আল নাসের । ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ অক্টোবর, গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে।
ভারতীয় ফুটবলের ইতিহাসে এই ঘটনাটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মোড়। কারণ, রোনাল্ডোর (Cristiano Ronaldo)মতো তারকা ফুটবলারের এদেশে আগমন শুধুমাত্র ম্যাচ নয়, এটি ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক বিরাট সুযোগ। এর আগে ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল যখন ভেনেজুয়েলার বিরুদ্ধে কলকাতায় ম্যাচ খেলেছিল, তখনও এমন উত্তেজনা দেখা গিয়েছিল।
যদিও গোয়ায় আল নাসরের ম্যাচ খেলতে আসা নিশ্চিত, কিন্তু রোনাল্ডোর ভারত সফর এখনো কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। রোনাল্ডোর চুক্তি অনুযায়ী, তিনি অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। তবে ভারতীয় দর্শকরা তাকে মাঠে দেখতে মরিয়া।
ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালে মোহনবাগান, ডার্বির অপেক্ষায় যুবভারতী
সূত্র মারফত জানা গিয়েছে, রোনাল্ডোর ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার গোয়া সফর করবেন। তারা মাঠ পরিদর্শন, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখবেন। পরদিন অর্থাৎ শুক্রবার তারা রোনাল্ডোকে রিপোর্ট পাঠাবেন এবং শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।রোনাল্ডো ভারতে আসবেন কি না।
রোনাল্ডোর সঙ্গে আল নাসের স্কোয়াডে রয়েছেন আরও দুই তারকা। সাদিও মানে, প্রাক্তন লিভারপুল স্ট্রাইকার এবং জোয়াও ফেলিক্স, যিনি পর্তুগাল জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই বিশ্বমানের স্কোয়াড মাঠে নামলে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা হবে।
ফাতোরদা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের জন্য গোয়া প্রশাসন, এফসি গোয়া এবং ফেডারেশন পুরোপুরি প্রস্তুত। আল নাসেরের দল ১৯ বা ২০ অক্টোবরের মধ্যে গোয়ায় পৌঁছাবে এবং সেখানেই তারা শেষ মুহূর্তের ট্রেনিং করবে। এদিকে এফসি গোয়া তাদের প্রশিক্ষণ চালাচ্ছে বাম্বোলিমে, এবং ম্যাচের আগেই তারা ফাতোরদা স্টেডিয়ামে প্র্যাকটিস করবে।
গতবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে আল হিলালের স্কোয়াডে থাকলেও চোটের কারণে নেইমার খেলতে পারেননি। ফলে ভারতীয় সমর্থকেরা হতাশ হয়েছিলেন। এবার যেন একই হতাশা না হয়, তাই গোয়ার ফুটবলপ্রেমী থেকে শুরু করে গোটা দেশের মানুষ চান, রোনাল্ডো যেন মাঠে নামেন এবং খেলেন। তাই ২২ অক্টোবর ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম বড় দিন হতে চলেছে।
Cristiano Ronaldo to Visit India in October? Check India Visit Details & Reason | Cristiano Ronaldo India Tourhttps://t.co/3UFq534wxz pic.twitter.com/yL6VcBw919
— The Daily Guardian (@DailyGuardian1) October 13, 2025
Cristiano Ronaldo like led Al Nassr against FC Goa in AFC Champions League Two match