চেন্নাই, ১৮ অক্টোবর ২০২৫: ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর দুইবারের চ্যাম্পিয়ন Chennaiyin FC আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল—ভারতীয় ফুটবলের চেনা মুখ ক্লিফোর্ড মিরান্দা তাঁদের নতুন হেড কোচ। দীর্ঘদিন বিদেশি কোচদের ছায়ায় চলা ক্লাবটি এবার দেশি কৌশলীকে আস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে এল। ফুটবল মহলে ইতিমধ্যে খবর ছিল যে Chennaiyin মিরান্দার সঙ্গে শর্তে একমত হয়েছে; এবার সেটাই বাস্তব রূপ পেল।
কেন ক্লিফোর্ড মিরান্দা?
মিরান্দা ভারতীয় ফুটবলের কাছে নতুন নাম নয়—খেলোয়াড় হিসেবে ডেম্পো ও ভারতীয় দলে দাপটের পর কোচিংয়ে আসেন। এএফসি প্রো-লাইসেন্সধারী এই কোচ FC Goa-তে সিনিয়র দলের অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে লিগ শিল্ড জিততে সাহায্য করেছিলেন; পরে Odisha FC-র অন্তর্বর্তী কোচ হিসেবে সুপার কাপ জেতান, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি শীর্ষ পর্যায়ে সহকারী/অন্তর্বর্তী কোচ হিসেবে ধারাবাহিকভাবে কাজ করেছেন এবং যুব দল, ভারত U-23—সব জায়গায় তাঁর স্ট্রাকচার্ড কাজের ছাপ রয়েছে। উইকিপিডিয়ার বর্তমান তালিকায় তাঁর বর্তমান ক্লাব Chennaiyin (head coach) দেখানো হয়েছে, যা ঘোষণাকে আরও পোক্ত করে।
ক্লাবের প্রেক্ষাপট: নতুন রিসেটের সময়
কয়েক মাস আগে ওয়েন কয়েলকে সরিয়ে কোচিং সেট-আপে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল Chennaiyin FC। ISL সূচি-অস্থিরতার মাঝেই ক্লাবটি খরচ কাঠামো পুনর্বিন্যাস ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দেয়। দেশি কোচ বেছে নেওয়ার সিদ্ধান্ত সেই রিসেটের অংশ বলেই মনে করছে বিশ্লেষক মহল।
মিরান্দার ফুটবল দর্শন
মিরান্দার দল সাধারণত বল দখলভিত্তিক (possession) ফুটবল, সুশৃঙ্খল রেস্ট ডিফেন্স এবং দ্রুত ট্রান্সিশনের ওপর জোর দেয়। Goa-র জুনিয়র থেকে সিনিয়র—সব স্তরেই তিনি উইং-চ্যানেল ব্যবহার ও আন্ডারল্যাপিং ফুলব্যাক দিয়ে আক্রমণে বৈচিত্র্য আনতে পছন্দ করেন। Chennaiyin-এর স্কোয়াডে যাঁরা টেকনিক্যাল মিডফিল্ডার ও গতিময় উইঙ্গার, তাঁদের দিয়ে এই পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা ভালোই।
দেশি কোচ, দেশি খেলোয়াড়—সিনার্জির সম্ভাবনা
দেশি কোচদের হাতে ISL দলের দায়িত্ব বাড়া ভারতীয় কোচিং ইকোসিস্টেমের জন্য বড় বার্তা। বিশেষ করে ইয়ুথ ডেভেলপমেন্ট থেকে উঠে আসা ফুটবলারদের সাথে কমিউনিকেশন ও কনটেক্সট বোঝার সুবিধা পাবে দল। Chennaiyin-এর ক্ষেত্রে স্থানীয় প্রতিভা স্কাউটিং, রিজার্ভ/অ্যাকাডেমির সেতুবন্ধ—সবখানেই মিরান্দার অভিজ্ঞতা কাজে লাগতে পারে।
Chennaiyin FC announce Clifford Miranda as their new head coach! 🔥 #90ndstoppage pic.twitter.com/mYj1BYMXRt
— 90ndstoppage (@90ndstoppage) October 18, 2025
বাজার ও সমর্থকদের প্রতিক্রিয়া
ঘোষণার পর ফুটবল কমিউনিটিতে ইতিবাচক সাড়া মিলছে। ভারতীয় ফুটবল কাভার করা জনপ্রিয় রিপোর্টারদের সূত্রে (Marcus Mergulhao-কে উদ্ধৃত করে) আগেই ইঙ্গিত ছিল যে প্রি-সিজনে দলকে মিরান্দাই নেতৃত্ব দেবেন—ফলে ফ্যানদের জন্য এটি প্রত্যাশিত এবং স্বাগত সিদ্ধান্ত।
সামনে কী?
ক্লাবের ২০২5–26 মৌসুমে লক্ষ্য—ডিফেন্সিভ স্ট্রাকচার মজবুত করা, সেট-পিসে ধার বাড়ানো এবং ট্রান্সফার মার্কেটে টেকনিক্যাল মিডফিল্ডার ও ভারসেটাইল ফুলব্যাকের মতো স্কিল সেটে বিনিয়োগ। মিরান্দা যদি Goa/India U-23 পর্যায়ের ডেভেলপমেন্ট মডেল Chennaiyin-এ এনে দিতে পারেন, তাহলে মাঝমাঠের কন্ট্রোল ও চ্যান্স ক্রিয়েশনে দলকে নতুন চেহারা দিতে পারবেন।