আল নাসের ম্যাচে ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য বোরহার

Borja Herrera

বুধবার রাতে এএফসির পরবর্তী ম্যাচ খেলতে নামছে এফসি গোয়া (FC Goa vs Al Nassr)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদির অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব আল নাসের। উল্লেখ্য, প্রথম লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে দাপিয়ে খেলে ও সেই ম্যাচ থেকে পয়েন্ট সংগ্রহ করতে পারেনি জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজরা। সেই হতাশা কাটিয়ে এবার অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য রয়েছে দলের প্রত্যেক ফুটবলারদের। সেইমতো অ্যাওয়ে ম্যাচে নামার আগে নিজেদের প্রস্তুত করেছেন দলের সকল খেলোয়াড়রা।

Advertisements

Also Read | বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচে বোরহা হেরেরার ‘বিস্ফোরক’ মন্ত্র!

   

গ্ৰুপের পয়েন্ট টেবিল অনুযায়ী দেখলে পরবর্তী রাউন্ডে যাওয়া কার্যত অসম্ভব এফসি গোয়ার পক্ষে। সব ঠিকঠাক থাকলে হয়তো শীর্ষ স্থানে থেকেই পরবর্তী রাউন্ডে স্থান করে নেবে আল নাসের। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গুলিতে নিজেদের সেরাটা দিয়ে নজরে আসার লক্ষ্য থাকবে প্রত্যেকের। অর্থাৎ গত মরসুমে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল কিংবা কলিঙ্গ সুপার কাপে দল যে দাপুটে পারফরম্যান্স করেছিল সেই ধারাই এবার বজায় রাখার লক্ষ্য থাকবে প্রত্যেকের। আল নাসের ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানিয়েছেন বোরহা হেরেরা।

Advertisements

Also Read | দলকে সেমিফাইনালে তুলে আবেগপ্রবণ বোরহা হেরেরা

একটি জনপ্রিয় মাধ্যমের প্রশ্নে তিনি বলেন, ‘ ড্রেসিং রুমে সকলকে আমি একটাই কথা বলবো, খেলাটা উপভোগ করো। নিজের প্রতি সৎ থাকো এবং যতটা সম্ভব ভালো খেলো। উপভোগ করো। ভয় পেও না, নিজের মধ্যে কিছু চেপে রাখো না। এই ধরনের খেলায়, যা সবসময় হয় না, তোমাকে তোমার সেরাটা দিতে হবে।’ অর্থাৎ এই ম্যাচ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে তা আগামীতে কাজে লাগানোই অন্যতম লক্ষ্য সকলের।