বর্তমানে লোথার ম্যাথাউসকে নিয়ে সরগরম বাংলার ফুটবল মহল। দিনকয়েক আগেই শহরে পা রেখেছিলেন জার্মানির এই বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা। বলাবাহুল্য, এবারের বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন এই তারকা। স্বাভাবিকভাবেই দ্বিতীয়বারের মতো শহরে আসা নিশ্চিত ছিল ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের। সেটাই হয়েছে। গত রবিবারের সকালে ক্ষুদে ফুটবলপ্রেমীদের সময় কাটানোর পর বিকেলে সুপার লিগের অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই কিংবদন্তি তারকাকে।
সেই মঞ্চেই আইএফএ এর বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হন ইস্টবেঙ্গলের যুব দলের কোচ তথা অস্কার ব্রুজোর সহকারী বিনো জর্জ (Bino George)। সেখানে লোথার হাত দিয়েই সেই পুরষ্কার তুলে দেওয়া হয় দক্ষিণের এই কোচের হাতে। সেই নিয়ে যথেষ্ট খুশি তিনি। পরবর্তীতে সেই অনুষ্ঠানের বেশকিছু ছবি আপলোড করেন লাল-হলুদের এই কোচ। পাশাপাশি লেখেন, ‘ সম্মানিত এবং কৃতজ্ঞ। সেরা কোচের পুরষ্কার পেয়ে আমি গর্বিত।বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন এবং জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের কাছ থেকে এটি গ্রহণ করে সত্যিই বিনীত। এই ধরনের মুহূর্তগুলি আমাকে বেঙ্গল ফুটবল এবং আমাদের খেলোয়াড়দের বিকাশের জন্য আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।’
আরও লেখেন, ‘আমার যাত্রায় যারা সমর্থন দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এই স্বীকৃতি আমার দল, আমার খেলোয়াড় এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী সকলের।আমরা আরও বেশি আবেগ এবং প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চাই।’ উল্লেখ্য, গতবারের মতো এবারও এই ফুটবল কোচের তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এছাড়াও এই অনুষ্ঠানেই কলকাতা ফুটবল লিগের রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয় ডায়মন্ড হারবার এফসির হাতে।
বর্তমানে লোথার ম্যাথাউসকে নিয়ে সরগরম বাংলার ফুটবল মহল। দিনকয়েক আগেই শহরে পা রেখেছিলেন জার্মানির এই বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা। বলাবাহুল্য, এবারের বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন এই তারকা। স্বাভাবিকভাবেই দ্বিতীয়বারের মতো শহরে আসা নিশ্চিত ছিল ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের। সেটাই হয়েছে। গত রবিবারের সকালে ক্ষুদে ফুটবলপ্রেমীদের সময় কাটানোর পর বিকেলে সুপার লিগের অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই কিংবদন্তি তারকাকে।
সেই মঞ্চেই আইএফএ এর বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হন ইস্টবেঙ্গলের যুব দলের কোচ তথা অস্কার ব্রুজোর সহকারী বিনো জর্জ (Bino George)। সেখানে লোথার হাত দিয়েই সেই পুরষ্কার তুলে দেওয়া হয় দক্ষিণের এই কোচের হাতে। সেই নিয়ে যথেষ্ট খুশি তিনি। পরবর্তীতে সেই অনুষ্ঠানের বেশকিছু ছবি আপলোড করেন লাল-হলুদের এই কোচ। পাশাপাশি লেখেন, ‘ সম্মানিত এবং কৃতজ্ঞ। সেরা কোচের পুরষ্কার পেয়ে আমি গর্বিত।বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন এবং জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের কাছ থেকে এটি গ্রহণ করে সত্যিই বিনীত। এই ধরনের মুহূর্তগুলি আমাকে বেঙ্গল ফুটবল এবং আমাদের খেলোয়াড়দের বিকাশের জন্য আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।’
আরও লেখেন, ‘আমার যাত্রায় যারা সমর্থন দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। এই স্বীকৃতি আমার দল, আমার খেলোয়াড় এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী সকলের।আমরা আরও বেশি আবেগ এবং প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যেতে চাই।’ উল্লেখ্য, গতবারের মতো এবারও এই ফুটবল কোচের তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মশাল ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এছাড়াও এই অনুষ্ঠানেই কলকাতা ফুটবল লিগের রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয় ডায়মন্ড হারবার এফসির হাতে।


