HomeSports NewsFootballসুনীলদের আটকে দিয়ে সুপার কাপের সেমিফাইনাল নিশ্চিত এই দলের

সুনীলদের আটকে দিয়ে সুপার কাপের সেমিফাইনাল নিশ্চিত এই দলের

- Advertisement -

জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবার রাতের নাটকীয়তায় শেষ হল সুপার কাপের (Super Cup 2025) গ্রুপ ‘সি’র শেষ ম্যাচ। নির্ধারিত সময় শেষে গোলশূন্য অবস্থায় শেষ হওয়া ম্যাচে পাঞ্জাব এফসি টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে বেঙ্গালুরু এফসিকে। এর ফলে প্রথমবারের মতো সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিল পাঞ্জাব এফসি। আর বিদায় নিতে হল প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিকে।

দুই দলই গ্রুপ পর্বে সাত পয়েন্ট নিয়ে শেষ করে এবং গোল পার্থক্যও ছিল সমান (+৬)। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে নিয়ম অনুযায়ী ম্যাচটি গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানেই হেরে যায় জেরার্ড জারাগোজার শিষ্যরা।

   

বেঙ্গালুরু এফসি কোচ জারাগোজা আগের ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামেন। অন্যদিকে পঞ্জাবের কোচ প্যানাজিওটিস দিলমপেরিস দুই পরিবর্তন আনেন। ইনজুরিতে থাকা মহম্মদ সুহাইলের পরিবর্তে লিয়ন অগাস্টিন এবং আক্রমণে ম্যানগলেথাং কিপজেনের জায়গায় এনসুংগুসি এফিওং।

খেলার প্রথমার্ধে পঞ্জাব এফসি ছিল বেশ আধিপত্য বিস্তারকারী। দানি রামিরেজের তৎপরতায় বেঙ্গালুরুর রক্ষণভাগে একাধিক সুযোগ সৃষ্টি হয়। তবে ফরোয়ার্ড নিয়ন্ত্রণের অভাবে প্রথম গোল পাওয়া যায়নি। লিয়ন অগাস্টিনের শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে কর্নারে পরিণত হয়। অন্যদিকে বেঙ্গালুরু এফসি মূলত পাল্টা আক্রমণে ভর করে খেললেও পঞ্জাবের রক্ষণভাগ ও গোলরক্ষক মূহিত শাবির ছিলেন অপ্রতিরোধ্য।

দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরু এফসি কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি হিসেবে নামা সুনীল ছেত্রী পান সেরা সুযোগ। আশিক কুরুনিয়ানের নিখুঁত ক্রস থেকে তিনি হেডে গোলের লক্ষ্যভেদে ব্যর্থ হন। শেষ মুহূর্তে রাহুল ভেকে কর্নার থেকে হেড করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। নির্ধারিত সময় শেষে কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শ্যুটআউটে বেঙ্গালুরুর হয়ে প্রথম চারজন শট সফলভাবে জালে পাঠালেও, পঞ্চম শটে রায়ান উইলিয়ামসের প্রচেষ্টা রুখে দেন পাঞ্জাবের গোলরক্ষক মূহিত শাবির। অপরদিকে পঞ্জাবের পাঁচ শটই নিখুঁতভাবে জালে পাঠান এনসুংগুসি এফিওং, প্রিন্সটন রেবেলো, সামির জেলজকোভিচ, লিয়ন অগাস্টিন ও ভিনিত রাই। জয়ের ফলে পাঞ্জাব এফসি গ্রুপ ‘সি’র শীর্ষে উঠে সেমিফাইনালে জায়গা করে নেয়ল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ইস্টবেঙ্গল।

ম্যাচ শেষে পাঞ্জাবের কোচ দিলম্পেরিস বলেন, “আমাদের ছেলেরা আজ অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে। বেঙ্গালুরুর মতো দলকে হারানো সহজ নয়। আমরা আত্মবিশ্বাসী যে সেমিফাইনালেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।” অন্যদিকে বেঙ্গালুরু কোচ জারাগোজা হতাশ কণ্ঠে জানান, “দল ভালো খেলেছে। কিন্তু ভাগ্য আজ আমাদের পক্ষে ছিল না। খেলোয়াড়দের প্রচেষ্টায় আমি গর্বিত।”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular