Roy Krishna: বেঙ্গালুরু এফসি ছেড়ে ওয়েলিংটনের বদলে এই ক্লাবে যেতে পারেন রয়কৃষ্ণা

হিরো আইএসএলে অন্যতম সফল ফুটবলারদের মধ্যে একজন রয়কৃষ্ণা (Roy Krishna)। মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষনে ঝড় তুলে যেকোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের পরিস্থিতি। তাই ইন্ডিয়ান…

roy krishna bengaluru fc

হিরো আইএসএলে অন্যতম সফল ফুটবলারদের মধ্যে একজন রয়কৃষ্ণা (Roy Krishna)। মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষনে ঝড় তুলে যেকোনো সময় বদলে দিতে পারেন ম্যাচের পরিস্থিতি। তাই ইন্ডিয়ান সুপার লিগের প্রতিটি দলের কাছেই অন্যতম চিন্তার কারন ছিলেন ফিজির এই তারকা ফুটবলার।

ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটিকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলে ও পরবর্তীকালে এটিকে মোহনবাগানে ও খেলেন এই ভরসাযোগ্য তারকা। তবেদল ছেড়ে একবছরের জন্য বেঙ্গালুরুর পথে পা বাড়ান তিনি। সেখানে শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে নিজেদের পুরোনো ছন্দে ফেরে বেঙ্গালুরু। পরবর্তীতে তাদের হয়ে আইএসএল ফাইনাল খেলে হেড দিয়ে একটি গোল ও করেন রয়কৃষ্ণা। যদিও শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকারে তাদের পরাজিত হতে হয় এটিকে মোহনবাগানের কাছে।

তবে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে সেটাই হয়ত শেষ মরশুম ছিল রয়কৃষ্ণার। এবার বেঙ্গালুরু ছাড়লেন তিনি। তাছাড়া দিন কয়েক আগেই তার প্রিয় বন্ধু প্রবীর দাস ও ছেড়েছেন এই দল। উল্লেখ্য, গত চারটি মরশুম দুজনে একসাথে খেললেও এবার ভেঙে গিয়েছে সেই জুটি। একদিকে যখন মোটা অঙ্কের চুক্তিতে কেরালা ব্লাস্টার্সে চলে গিয়েছেন প্রবীর দাস। ঠিক তখনই এবার ভারত ছাড়ার পরিকল্পনা রয়কৃষ্ণার। তাহলে এবার কোথায় খেলবেন এই তারকা? সেটি এখন স্পষ্ট না হলেও বেঙ্গালুরু তে যে তিনি থাকবেন না তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ক্লাবের তরফ থেকে।

বলাবাহুল্য, গত ২০১৯ সালে ভারতে খেলতে আসার আগে অকল্যান্ড সিটিতে খেলতেন এই তারকা ফুটবলার। তবে পরবর্তীতে এটিকে কিংবা এটিকে মোহনবাগান জার্সিতে যথেষ্ট সাবলীল থাকেন তিনি। সেজন্য খুব অল্পসময়ের মধ্যেই সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন এই তারকা ফুটবলার। গত মরশুমে বেঙ্গালুরু দলে খেলেও যথেষ্ট ভালোবাসা পেয়েছেন সমর্থকদের। তবে এবার বিদায় নেওয়ার পালা। প্রথমদিকে তার পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে যাওয়ার কথা শোনা গেলেও তা এখনো চূড়ান্ত নয়। অনেকেই মনে করছেন আগামী মরশুমে হয়ত ফের অকল্যান্ড সিটিতে নাম লেখাবেন এই তারকা।