আইএসএল নিয়ে অনিশ্চয়তা, অনুশীলন বন্ধের সিদ্ধান্ত বেঙ্গালুরু এফসির

আগের মরসুমে যথেষ্ট দাপটের সাথে খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে উঠে আসতে খুব একটা অসুবিধা হয়নি। তারপর জেরার্ড জারাগোজার…

Bengaluru FC Incredible Playoff Run

আগের মরসুমে যথেষ্ট দাপটের সাথে খেলেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে উঠে আসতে খুব একটা অসুবিধা হয়নি। তারপর জেরার্ড জারাগোজার তত্ত্বাবধানে দল চলে গিয়েছিল ফাইনালে। কিন্তু সেখানেই আটকে যেতে হয়েছিল হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। সেই হতাশা কাটিয়ে এই সিজনে দলকে সাফল্য দিতে বদ্ধপরিকর ছিলেন এই স্প্যানিশ কোচ। সেইমতো সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করেছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু ভালো খেলেও মেলেনি সাফল্য।

Advertisements

টাইব্রেকারে পরাজিত হতে হয়েছিল পাঞ্জাব এফসির কাছে। তবে অনেকেই মনে করেছিল যে এই পরাজয় ভুলে আসন্ন ফুটবল টুর্নামেন্টে হয়তো ঘুরে দাঁড়াবে দল। কিন্তু তাঁর মাঝেই সকলকে হতাশ করেছিল জারাগোজার পদত্যাগ। পরবর্তীতে জানা গিয়েছিল যে ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের অনিশ্চিত রোড ম্যাপের দিকে নজর রেখেই দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই স্প্যানিশ কোচ। তাতেই সম্মান জানিয়ে ছিল সুনীল ছেত্রীদের ফুটবল ক্লাব। যারফলে বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করছেন রেনেডি সিং।

   

গত কয়েক সপ্তাহ ধরে এই ভারতীয় কোচের নির্দেশ মতোই অনুশীলন চালাচ্ছিলেন দলের সকল ফুটবলাররা। কিন্তু এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টের অনিশ্চয়তার দিকে বাড়তি নজর রেখে নয়া সিদ্ধান্ত নিয়েছে জিন্দালের ফুটবল ক্লাব। মঙ্গলবারে অনুশীলনের পর দলের সকলকে জানিয়ে দেওয়া হয়েছে যে টুর্নামেন্টের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত দলের অনুশীলন স্থগিত রাখছে কর্নাটকের এই আইএসএল জয়ীরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। যেটা নিঃসন্দেহে চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে সমর্থকদের। মনে করা হচ্ছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করবে দেশের এই ফুটবল ক্লাব।

যার ফলে এই মুহূর্তে মাত্র হাতে গোনা কিছু ফুটবল ক্লাব অনুশীলন চালিয়ে যাচ্ছে। দেশের ক্লাব ফুটবলে যেটা নিঃসন্দেহে অশনি সংকেত।

Advertisements