Monday, December 8, 2025
HomeUncategorizedপিকে'কে আগলে রাখার বার্তা দিলেন বার্সেলোনা সভাপতি লাপোর্তা

পিকে’কে আগলে রাখার বার্তা দিলেন বার্সেলোনা সভাপতি লাপোর্তা

- Advertisement -

গত মাসেই পপ তারকা শাকিরার সঙ্গে পিকের (PK) ১১ বছরের সম্পর্ক ভেঙেছে । এরপর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছে পিকে। এর মাঝে বার্সেলোনার কোচ জাভি জানিয়েছিলেন পিকে’কে তার প্রয়োজন নেই দলে। বর্তমানে জীবনের অত‍্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা স্প‍্যানিশ ফুটবলার।

ইতিমধ্যে পিকে তার সমস্ত সমস্যার কথা জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা’কে। এমন কঠিন সময় ঘরের ছেলেকে আগলে রাখার বার্তা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন পিকে অত‍্যন্ত ভালো একজন মানুষ,ক্লাব পিকে’কে এতো গুলো বছরে যেমন দিয়েছেন, তেমন পিকে’ও ক্লাব’কে নিজের সেরাটা দিয়ে এসেছে এতোগুলো বছর ধরে।

   

শাকিরার সাথে বিচ্ছেদ হওয়ায় এখন বাচ্চাদের থেকেও দুরে থাকতে হয় পিকে’কে। বিষয়টা যন্ত্রণা দিচ্ছে তাকে।তাই এই কঠিন সময় সমস্ত ক্লাব অনুযায়ী এবং ভক্তদের পিকের পাশে থাকার অনুরোধ করেছেন তিনি। জানিয়েছেন তিনি নিজেও এই কঠিন সময় সমস্ত রকম ভাবে পিকের পাশে থাকবেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular