Football Transfer News: নাইজেরিয়ার তারকা ফুটবলার’কে আনতে চলেছে মহামেডান

Mohammedan is going to bring the star footballer of Nigeria

এবার মহামেডানে (Mohammedan) আসতে চলেছে নাইজেরিয়ার জাতীয় দলের তারকা ফুটবলার। সেদেশের ফরোয়ার্ড ভিক্টর এম্বাওমাকে আনতে চলেছে সাদা কালো ব্রিগেড। সূত্রের খবর অনুযায়ী সংশ্লিষ্ট ফুটবলারের সাথে চুক্তির খবর এগিয়ে গেছে অনেক’টাই।

এবার বাকি রইলো কিছু চুক্তির কথা, তারপর’ই এম্বাওমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। নাইজেরিয়ার বাইরে এখনও অন‍্য কোনও দেশের ক্লাবের হয়ে খেলেননি এই ফুটবলার। ক্লাব স্তরে তার ৪৪ টি।

   

সম্প্রতি নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে প্রীতি ম‍্যাচে মেক্সিকো এবং ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে দেখা গেছে এম্বাওমা’কে।ওই দুই ম‍্যাচে মিনিট তিরিশের বেশি সময় ধরে খেলেছিলেন এই ফুটবলার।এর আগে ভারতের মাটিতে একাধিক নাইজেরিয়ার ফুটবলার খেলতে এসেছে।

নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলা কোনও ফুটবলার খেলেনি।চিমা, এমেকা’রা ভারতে খেলে নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলেছিলো।আইএসএল খেলতে আসা ওগবেচে নাইজেরিয়ার হয়ে বহুদিন খেলার পর এদেশে খেলতে এসেছিলো।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন