কলকাতার ক্লাবে যোগ দিচ্ছেন মুর্তাদা ফল!

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের পাশাপাশি ট্রানস্ফার মার্কেটে (football transfer) সক্রিয় রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে দলে একাধিক নতুন ফুটবলার নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে।…

mourtada fall

মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের পাশাপাশি ট্রানস্ফার মার্কেটে (football transfer) সক্রিয় রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে দলে একাধিক নতুন ফুটবলার নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্লাবে যোগ দিতে পারেন ইন্ডিয়ান সুপার লিগ জয়ী ফুটবলার।

   

আই লিগ জয়ী স্কোয়াড থেকে একাধিক ফুটবলারকে ছাড়তে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব। বিদেশি ব্রিগেডের মধ্যেও একাধিক বদল আশা করা হচ্ছে। বেশি বয়সী ফরেন ফুটবলারদের ক্লাব আর না-ও রাখতে পারে। বদলে নিয়ে আসা হতে পারে তুলনামূলক কম বয়সী ফুটবলার। আগামী মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে নতুন বিদেশি ফুটবলার দেখার সম্ভাবনা প্রবল। উঠে আসছে মুর্তাদা ফল-এর নাম।

মহামেডান স্পোর্টিং ক্লাবের আই লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এদি হার্নান্দেজ। সেই তিনিই বিদায় জানাতে চলেছেন সাদা কালো শিবিরকে। এদির সঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পর্ক ছিন্ন হতে পারে এই আভাস আগেও পাওয়া গিয়েছিল। ৩৩ বছর বয়সী এদি হার্নান্দেজ মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে হয়ে করেছিলেন প্রচুর গোল। আই লিগ খেতাব জয়ের দিকে দলকে চালিত করেছিলেন।

সাদা কালো শিবিরের পক্ষে হয়ে উঠেছিলেন গোলমেশিন। আই লিগ ২০২৩-২৪ মরসুমে ১৩ গোল করেছিলেন তিনি। এই টুর্নামেন্টে ক্লাবের হয়ে করেছিলেন সবথেকে বেশি গোল। আই লিগের এই সিজনে সবথেকে বেশি গোল করার দিক থেকে ছিলেন পঞ্চম স্থানে। এদির না থাকলে মহামেডান স্পোর্টিং ক্লাবকে নিতে হবে ভাল মানের স্ট্রাইকার। একই সঙ্গে স্কোয়াডে দরকার ভাল মানের বিদেশি ডিফেন্ডার।

ডিফেন্ডারের ক্ষেত্রে অভিজ্ঞতা, বলা ভাল আইএসএল খেলার অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে পারে ক্লাব। মুর্তাদা ফলের বয়স বাড়লেও টানা ম্যাচ খেলার মতো সামর্থ তাঁর এখনও রয়েছে। গতবার ওডিশা এফসির হয়ে ধারাবাহিভাবে খেলেছিলেন। করেছিলেন একাধিক গোল। মুম্বই সিটি এফসির হয়ে জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ।