Football referees: কলকাতার ফুটবল রেফারিদের নতুন স্পনসর এল

Football referees

১৯৩২ সালে প্রতিষ্ঠিত কলকাতার ফুটবল রেফারিদের (Football referees) সংস্থা। কিন্তু বার বার আর্থিক সংকটে আক্রান্ত এই সংস্থার বিকাশ প্রত্যাশিতভাবে হয়নি। তবু লড়াই থামাননি রেফারিরা। সেই লড়াইয়ের ফসল চলতি মরশুমে পেল রেফারিদের সংস্থা (সিআরএ)। নতুন স্পনসর পেয়েছে তারা। ট্র্যাক ওনলি।

আসন্ন ডুরান্ড কাপেই ম্যাচ পরিচালনা করা রেফারিদের জার্সিতে দেখা যাবে এই কোম্পানির লোগো। দু’বছরের জন্য কোম্পানিটি চুক্তিবদ্ধ হয়েছে সিআরএ-র সঙ্গে। এর পাশাপাপাশি হেক্সা টিএমটি বার রেফারির তাঁবু সাজানোর দায়িত্ব নিয়েছে। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন,”রেফারি সংস্থা আর আইএফএ একে অপরের পরিপুরক। দুটি পায়ের মত। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে আইএফএ ও রেফারি সংস্থাকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। এবার নানা কারণে লিগ শুরু হতে দেরি হয়েছে।

   

তবু এই প্রতিকূলতায় রেফারিরা সঠিক সময়ে যেভাবে মাঠে গিয়ে ম্যাাচ পরিচালনা করছেন তার জন্যই অভিনন্দন জানাই।” আইএফএ সচিব অনির্বান দত্তের কথায়ও রেফারিদের জন্য প্রশংসা। বলেছেন,”এত কম সময়ে এত বেশি ম্যা চ খেলাচ্ছেন তার জন্যে কৃতজ্ঞতা জানাই। আজ আপনাদের পাশে দাড়িয়েছে স্পনসররা। এর কৃতিত্ব আপনাদের। আপনাদের নিষ্ঠা,দায়বদ্ধতার জন্য ই স্পনসররা এগিয়ে এসেছে। এটা ইতিবাচক দিক। এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের বলছি, ম্যা চ খেলাতে গিয়ে ভয় পাবেন না। ঘাবড়াবেন না। আপনাদের আদর্শ থেকে সরে যাবেন না। যেভাবে নিরপেক্ষতার সঙ্গে ম্যাাচ খেলিয়ে যাচ্ছেন সেই ভাবেই খেলান। কোনও ভয়ের কারণ নেই। আইএফএ সব সময় আপনাদের প্রতিটি সদস্যদের পাশে থাকবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন