Ronaldinho Gaucho: পুজোর মরশুমেই শহরে আসছেন রোনাল্ডিনহো, জানালেন নিজেই

Ronaldinho Gaucho

গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে অক্টোবরের প্রথমদিকেই ভারতে পা রাখবেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো গাউচো (Ronaldinho Gaucho)। এক্ষেত্রে ৩ থেকে ৫ ই অক্টোবর পর্যন্ত শহরের বুকে থাকার কথা ছিল এই কিংবদন্তীর। আর এক্ষেত্রে বিশেষ সক্রিয়তা দেখিয়েছিল রাজ্যের একটি জনপ্রিয় স্পোর্টস ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি। তবে পরবর্তীতে সাময়িক বদল আসে সেই পরিকল্পনায়। পিছিয়ে যায় এই তারকার আসার সময়। শোনা যাচ্ছে, এবার নাকি দুর্গা পুজোর সময়ে নাকি বঙ্গে পা রাখছেন ব্রাজিলের এই নক্ষত্র।

Advertisements

হ্যাঁ, সেই কথাই এবার নিজের সোশ্যাল সাইট থেকে জানিয়েছেন রোনাল্ডিনহো। পুজোতে কলকাতায় এসে ঠিক কি কি করবেন কিংবা কোথায় কোথায় যাবেন তার সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছেন নিজের সোশ্যাল সাইটে। যেখানে অক্টোবরের মাঝামাঝি সময় কলকাতায় এসে “আর টেন” ফুটবল অ্যাকাডেমিতে যাওয়ার পাশাপাশি বিভিন্ন চ্যারিটির অনুষ্ঠানে তার থাকার কথা শোনা গিয়েছে।

তবে সেখানেই শেষ নয়, বিবিধ অনুষ্ঠান গুলির পাশাপাশি পুজোতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে আহেরিটোলা, বারুইপুর, ও রিষরার পুজোতে অংশগ্রহণ করার কথাও জানানো হয়েছে। এছাড়াও ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন এই তারকা।

Advertisements

তবে সেখানেই শেষ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার হাতে একটি জার্সি তুলে দেওয়ার কথাও শোনা গিয়েছে। কলকাতা ঘিরে তার এই আবেগঘন পোস্ট সহজেই মন কেড়েছে শহরের ফুটবলপ্রেমীদের।