Football : রাম মালিক, শংকর ওরাওঁদের মতো হারিয়ে যাবেন না তো ইস্টবেঙ্গলের নবাগতরা

কলকাতা ফুটবলের (Football) হালহকিকত অনেকেই কমবেশি জানেন। বিশেষ বছর খানেক আগে ময়দানের ছবি মনে থাকবে অনেকের। প্রতি মরশুমে উঠে আসতেন নতুন নতুন ফুটবলাররা। ক্রমে হারিয়ে…

Kolkata League

কলকাতা ফুটবলের (Football) হালহকিকত অনেকেই কমবেশি জানেন। বিশেষ বছর খানেক আগে ময়দানের ছবি মনে থাকবে অনেকের। প্রতি মরশুমে উঠে আসতেন নতুন নতুন ফুটবলাররা। ক্রমে হারিয়ে গিয়েছেন তাঁরা। যার অন্যতম কারণ ফিটনেস সমস্যা।

আগামী মরশুমের আগে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal Club)। স্থানীয় ময়দানে খেলা এক ঝাঁক তরুণ প্রতিশ্রুতিবান ফুটবলারকে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন কর্তারা। এই ফুটবলাররা ক্লিক করলে আগামী দিনের জন্য হতে পারেন ক্লাবের অ্যাসেট। ক্লিক না করলে হয়তো ফের বিপর্যয়।

সন্তোষ ট্রফির বাংলা দলের একাধিক ফুটবলারকে হয়তো দেখা যাবে লাল হলুদ জার্সিতে। কিছু ফুটবলারের ফিটনেস সমস্যা থাকলেও থাকতে পারে। দলের প্রত্যেকে টানা নব্বই মিনিট মাঠে দৌড়তে পারেননি। বিষয়টি লাল হলুদ সমর্থকদের নজর এড়ায়নি। সামাজিক মাধ্যমে তারা এ ব্যাপারে নিজেদের মত প্রকাশ করছেন। কারও মতে যত শীঘ্র সম্ভব নবাগতদের নিয়ে ফিটনেস ট্রেনিং শুরু করে দিক ক্লাব।

কলকাতা হয়তো ভুলে গিয়েছে রাম মালিক, শংকর ওরাওঁদের। কিংবা আবছা হয়ে গিয়েছে স্ট্যানলের মতো বিদেশিদের স্মৃতি। এনারা প্রত্যেকেই ভালো ফুটবল খেলে বড় দলের নজরে পড়েছিলেন এবং বড় দলের জার্সি গায়ে তুলেছিলেন । কিন্তু সফল হতে পারেননি। অনিয়মিত জীবনযাপন, ফিটনেস সমস্যা ইত্যাদি বারংবার প্রশ্ন তুলে দিয়েছে একাধিক ফুটবলারের কেরিয়ারে। সমর্থকদের মধ্যে তাই আশঙ্কা থেকেই যাচ্ছে।

পা ফসকালেই গভীর খাতে পড়ার ভয়। তাই আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখাই সবথেকে ভালো।