Karim Benzema : মেসির থেকেও ভালো বেঞ্জেমা ! ফ্রেঞ্চ স্ট্রাইকারের বন্দনায় মজে নেটপাড়া

ক্রমশ এবছর চ‍্যাম্পিয়ান্স লিগ জয়ের অন‍্যতম দাবীদার হয়ে উঠছেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। মঙ্গলবার,২৬ শে এপ্রিল চ‍্যাম্পিয়ান্স লিগের সেমিফাইনালে ম‍্যান সিটি’র বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন এই ফরাসি তারকা ফুটবলার। ম‍্যাচে ৪-৩ গোলে ম‍্যান সিটির কাছে পরাজিত হয়েছিল মাদ্রিদ।তবে সিটিজেন’দের আরও গোল করা উচিত ছিলো ম‍্যাচটায়।

   

ম‍্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন বেঞ্জেমা,ম‍্যাচের ৩৩ মিনিটে বাম পায়ের দুরন্ত শটে গোল করেছিলেন তিনি, এরপর শেষের দিকে নজরকাড়া পানেনকা কিকে পেনাল্টি নিয়ে ব্যবধান কমান স্প‍্যানিশ ক্লাবের তরফে।

একের পর এক ম‍্যাচে দারুণ সব পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে ইতিমধ্যে এবারের ব‍্যালন ডি’ওর জয়ের অন‍্যতম দাবীদার হয়ে উঠেছেন বেঞ্জেমা, চ‍্যাম্পিয়ান্স লিগের ম‍্যাচ তিনি গোল করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দাবী উঠছে তাকে ব‍্যালন ডি’ওর দেওয়ার।

এই মরশুমে এখনও অবধি সবমিলিয়ে ৪১ টা ম‍্যাচ খেলেছিলেন বেঞ্জেমা,গোল করেছিলেন ৪১ টি।এর মধ্যে ১৪ টি গোল করেছিলেন চ‍্যাম্পিয়ান্স লিগে।যদি এবার ব‍্যালন ডি’ওর জেতেন তাহলে ১৯৯৮ সালে জিদানের পর এই প্রথম বার কোনও ফরাসি ফুটবলার ব‍্যালন ডি’ওর জিতবেন।

প্রসঙ্গত, ম‍্যাচ হারলেও বেঞ্জেমা’দের দ্বিতীয় লেগে একটা দুরন্ত প্রত‍্যাবর্তনের সুযোগ থাকছে।নিঃসন্দেহে এদিন ইংলিশ দলটি’র আফশোষ থেকে যাবে ১৩ বারের চ‍্যাম্পিয়ান’দের বিরাট ব‍্যবধানে না হারানোর।

এদিন নীল সাদা দলের হয়ে গোল গুলো করেছেন – কেভিন দি ব্রুয়েনে,গ‍্যাব্রিয়েল জেসাস,ফিল ফোডেন এবং বার্নান্দো সিলভা।যদিও আরও কিছু গোল করা উচিত ছিলো তাদের,যেমন সুযোগ পেয়েছিলো।

বেঞ্জেমা এবং ভিনিসিয়াস জুনিয়র আশা বাঁচিয়ে রাখলো রিয়ালের প্রত‍্যাবর্তনের।আগামী ৪ ই মে সান্তিয়াগো বার্ণাব‍্যুতে পরবর্তী লেগের ম‍্যাচে মুখোমুখি হবে দুই দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন