এটিকে মোহনবাগান ছাড়া নিয়ে ‘বিস্ফোরক’ পোগবা

florentin pogba

এটিকে মোহনবাগান ছাড়া নিয়ে এবার মুখ খুললেন ফ্লোরেন্টিন পোগবা (Florentin Pogba)। এটিকে মোহনবাগান ক্লাবের তরফে এব‍্যাপারে কিছুই জানাইনি এখনও।অর্থাৎ সরকারি ভাবে সবুজ মেরুন শিবিরের তরফে এব‍্যাপারে কিছুই জানাই নি এখনো।কিন্তু সবুজ মেরুন সমর্থকদের কৌতূহল নিরসন করতে এবার নিজেই মুখ খুললেন পোগবা।

বিশ্বের যেকোনো কোচের তার দলের প্রতিটা ফুটবলার সম্পর্কে নিজস্ব পরিকল্পনা থাকে।নিশ্চিত ভাবে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর পরিকল্পনা ছিলো ফ্লোরেন্টিন পোগবা নিয়ে।এই মরসুম শুরুর আগে বিশেষ কিছু পরিকল্পনা নিয়ে বেশ কিছু ফুটবলার নিয়েছিলো জুয়ান ফেরান্দো।

   

সেই পরিকল্পনা থেকে ফ্লোরেন্টিন পোগবাকে দলে নিয়েছিলো সবুজ মেরুন শিবির।২০১৪ সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা।পোগবার দাদা হিসেবে ফ্লোরেন্টিন ভারতে আসার আগে এক পাহাড় প্রমাণ প্রত‍্যাশা তৈরী হয়েছিল।

কিন্তু ফ্লোরেন্টিন পোগবা ডুরান্ড কাপ থেকেই হতাশজনক পারফরম্যান্স দিয়ে এসেছেন।অবশ্য তখন সদ‍্য ভারতে এসে দলের সাথে মানিয়ে নেওয়ার দোহাই দিয়েছিলো অনেকেই।মাঝে চোট পেয়েছিলেন।ইদানীং সময় খারাপ পারফরম্যান্সের জেরে এটিকে মোহনবাগানের প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি।তাকে স্কোয়াডেই রাখা হতোনা।

পোগবার ব‍্যাপারে জুয়ান ফেরান্দো সম্প্রতি জানিয়েছিলেন তিনি ইতিমধ্যে ভারত ছেড়েছেন।অথচ এব‍্যাপারে গোপনীয়তা অবলম্বন করেছেন পোগবা।তবে সম্প্রতি এব‍্যাপারে মুখ খুলেছেন খোদ এই ফুটবলার নিজে।ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন ফুটবল মিস করছেন, এবং এটিকে মোহনবাগানের খেলা মিস করবেন।কোনও নিশ্চিত খবর না দিলেও পোগবা এই পোস্টের মধ্যে দিয়ে ইঙ্গিত দিয়েছেন তাকে ছেড়ে দিচ্ছে সবুজ মেরুন শিবির।এবার অপেক্ষা সরকারি ঘোষণার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন