East Bengal: বিমান বাতিলের জেরে মাঝরাতের পর হোটেলে মশালবাহিনী

আজ, শনিববার বিকেলে অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাইন এফসির মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে সকলে। বর্তমানে আইএসএলের…

East Bengal

আজ, শনিববার বিকেলে অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাইন এফসির মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে সকলে। বর্তমানে আইএসএলের দশ নম্বরে রয়েছে কলকাতার এই প্রধান। তবে এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টর ছন্দে ফেরাই এখন একমাত্র লক্ষ্য কুয়াদ্রাতের। তবে চিন্তা বাড়াচ্ছে দলের ফুটবলারদের চোট।

গত কয়েকমাস আগে অর্থাৎ আইএসএলে অভিযান শুরু করার আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন অজি ডিফেন্ডার জর্ডন এলসে। যা নিয়ে হতাশ থেকেছে সকলেই। তবে এবার চিন্তা বাড়াচ্ছেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। কয়েকদিন আগেই দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে চোট পান দলের এই ভরসাযোগ্য ফুটবলার।

যারফলে, পরিবর্ত ফুটবলার হিসেবে জর্ডান থেকে উড়িয়ে আনা হিজাজি মাহেরকে নামানোর কথা শোনা গিয়েছে। বোরহা হেরেরা কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার দরুণ এমন সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা গিয়েছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। এছাড়াও ভিপি সুহের ও ভানলালপেকা গুইতের মতো ফুটবলারদের ও রাখা হতে পারে মাঠের বাইরে। তবে এবার মাঠের বাইরে ও সমস্যা যেন পিছু ছাড়ছে না লাল-হলুদের। আসলে, গতকাল বিকেলে যেই বিমানে করে চেন্নাই উড়ে যাওয়ার কথা ছিল মহেশ-ক্লেটনদের তা পরবর্তীতে বাতিল হয়ে যায়। যারফলে, ব্যাপক সমস্যায় পড়তে হয় দলের ফুটবলারদের।

বলতে গেলে দীর্ঘ অপেক্ষার শেষে আজ চেন্নাই এসে পৌঁছায় ইস্টবেঙ্গল ফুটবল দল। যা নিয়ে হতাশ সকলেই। বিমানের এই সমস্যার দরুণ মধ্য রাতের পর হোটেলে চেক ইন করে কুয়াদ্রাতের ছেলেরা। এবার এই অল্প সময়ের বিশ্রামের পর বিকেলের ম্যাচে আদৌ কতটা ঝলমলে থাকে ইস্টবেঙ্গল দল সেটাই দেখার।