নতুন বছরে কিছুটা স্বস্তি। ভালো খবর দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) জর্ডন এলসে ( Jordan Elsey)। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল স্টোরির মাধ্যমে জানিয়েছেন তার আপডেট।
কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন ইস্টবেঙ্গলের জর্ডন এলসে। মাঠে গা ঘামানোর মুহূর্তের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এরপর আরো কিছু ছবি বা মুহূর্ত পোস্ট করেছেন। নতুন বছরের শুরু থেকেই মাঠে নামার জন্য মরীয়া হয়ে রয়েছেন জর্ডন। জিমে ঘা ঘামাচ্ছেন। পায়ে তুলতে শুরু করেছেন ভারী ওজন। আগের থেকে এখন তিনি অনেকটাই ফিট। দ্রুত পুরোপুরি সেরা উঠবেন এমনটাই চাইছেন লাল হলুদ সমর্থকরা।
তবে ছবি দেখে কিছুটা স্বস্তি মিললেও এখনই তার মাঠে নামার কোনো সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া যায়। গত বছর ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল বড় আপডেট। অস্ট্রেলিয়ার তারকা ডিফেন্ডারকে নিয়ে আপডেট দেওয়া হয়েছিল ক্লাবের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। জানানো হয়, সফল ভাবে সম্পন্ন হয়েছে তার অস্ত্রোপচার। আপাতত রিকভারি প্রসেসে থাকবেন জর্ডন এলসে। হাঁটুতে চোট। কবে মাঠে ফিরবেন আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
জর্ডন ঠিক কবে মাঠে ফিরবেন জানা নেই। তবে লাল হলুদ জার্সি পরে তার অভাব অনেকটা পূরণ করে দিয়েছেন হিজাজি মাহের। ইস্টবেঙ্গল কোচ Carles Cuadrat নিজের জর্ডন গিয়ে পছন্দ করেছিলন এই ডিফেন্ডারকে। আপাতত যে কটা ম্যাচ খেলেছেন তাতে প্রশংসা করা যায়।