World Cup Qualifiers: আফগানিস্তানের বিপক্ষে এবার কাদের নামাচ্ছেন স্টিমাচ? জানুন

মাত্র কিছুটা সময়। তারপরেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifiers) পর্বের দ্বিতীয় লেগের ম্যাচ। যেখানে সন্ধ্যা ৭টায় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত…

India's Likely Starting XI against Afghanistan Revealed

মাত্র কিছুটা সময়। তারপরেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন (FIFA World Cup Qualifiers) পর্বের দ্বিতীয় লেগের ম্যাচ। যেখানে সন্ধ্যা ৭টায় ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান। পূর্বে এই যোগ্যতা অর্জন পর্বের প্রথম লেগে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেও জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি ব্লু-টাইগার্সের।

একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার সুবাদে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। তবে এবার দেশের মাটিতে লড়াই। এবার জিতেই মাঠ ছাড়তে চাইছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। এই ম্যাচে তিন পয়েন্ট পেলে পরবর্তীতে অনেকটাই আত্মবিশ্বাস বাড়বে দলের ফুটবলারদের।

সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছেন ভারতীয় দলের কোচ। যেখানে আগের মতই দলের তিন কাঠির দায়িত্ব সামাল দেবেন গুরপ্রীত সিং সিন্ধু। পাশাপাশি দলের রক্ষণভাগে থাকছেন আনোয়ার আলী, শুভাশিস বসু, রাহুল ভেকে ও নিখিল পূজারী। দলের মাঝমাঠ সামাল দেবেন জিকসন সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লালিয়ান মাহুইয়া রালতে।

পাশাপাশি দলের দুই উইং থেকে আক্রমণ শানানো জন্য থাকছেন তরুণ তারকা লিস্টন কোলাসো এবং মনবীর সিং। সেইসাথে দলের ফরওয়ার্ড লাইনের ঝড় তোলার জন্য থাকবেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বলতে গেলে আজকের এই ম্যাচে জয় পাওয়ার জন্য এই ফুটবলারের দিকেই নজর থাকবে সকলের।

এছাড়াও দলের রিজার্ভ বেঞ্চে থাকছেন, বিশাল কাইথ, অমরিন্দর সিং, আকাশ মিশ্রা, অনিরুদ্ধ থাপা, সুরেশ সিং, নাওরেম মহেশ সিং, জয় গুপ্তা, মেহতাব সিং,‌ লালরিয়ানজুয়ালা ছাংতে, ইমরান খান, দীপক টাংড়ি, বিক্রমপ্রতাপ সিং।