FIFA threatens : ফেডারেশনকে নির্বাসনের হুমকি ফিফার!

India Football

নির্বাসনের হুমকি দিয়ে ফিফা (FIFA)চিঠি পাঠাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অস্থায়ী সচিব সুনন্দ ধরকে। কারণ ফিফার সংবিধান অনুযায়ী ফেডারেশন তার নির্বাচন সম্পন্ন করতে চাইছে না। এমনকী ভারতে হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ। সেটাও সরিয়ে নেওয়া হতে পারে বলে জনিয়েছে ফিফার এই চিঠি।

চিঠিতে ফিফার তরফে লেখা হয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানতে পেরেছে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে নির্বাচন সম্পন্ন হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেখানে ফিফার সংবিধান না মেনে অনেক নতুন নিয়ম প্রয়োগ করা হচ্ছে। বিশেষত, তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে প্রশ্রয় দেওয়া হচ্ছে (আদালত নিযুক্ত তিন সদস্যের প্রশাসক কমিটি)। এটা কিছুতেই বরদাস্ত করা হবে না বলের ফিফার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

   

যদি শেষপর্যন্ত ফিফার সংবিধান অনুসরণ না করে ফেডারেশনের নির্বাসন সম্পন্ন হয় তাহলে শুধু মেয়েদের বিশ্বকাপ সরিয়ে দেওয়া নয়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিতও করা হতে পারে। ফেডারেশনের অস্থায়ী ও কার্যকরী সচিব সুনন্দ ধরকে ফিফা অবিলম্বে ফেডারেশনের নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সম্প্রতি বেরিয়েছে তার কপি পাঠানোর নির্দশ দিয়েছে ফিফা।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক সূত্র জানিয়েছে, ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া কিন্তু ফিফার গাইডলাইন মেনেই করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকী কিছুদিন আগে দিল্লিতে ফিফা ও এএফসি-র প্রতিনিধিদের সঙ্গে ফেডারেশন সচিব, রাজ্যগুলির শীর্ষ ফুটবল কর্তা এবং আদালত নিযুক্ত প্রশাসকদের কমিটির সদস্যের সঙ্গে হওয়া বৈঠকেও ফিফার সংবিধান মেনেই নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছিল। তারপরও ফিফার এই চিঠিতে ফেডারেশনের আধিকারিকরা বিস্মিত। ফেডারেশনকে এই চিঠি পাঠিয়েছেন ফিফার বর্তমান সচিব ফাতমা সামোরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন