FIFA প্রেসিডেন্টের ফোন নবনির্বাচিত AIFF সভাপতি কল্যাণ চৌবেকে

Kalyan Chaubey

শুক্রবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে। ফেডারেশনের (AIFF) ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার একজন প্রাক্তন ফুটবলার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়ার ওপরে নজর রেখেছিল। ভোটের ফলপ্রকাশের পর FIFA সভাপতি জিয়ানি ইনফান্তিনো এআইএফএফ’র নতুন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা বলেন।

   

AIFF সভাপতি হিসেবে নিজের প্রথম সাংবাদিক বৈঠকে কল্যাণ চৌবে বলেন, “আমি ফিফা সভাপতির কাছ থেকে একটি কল পেয়েছি। তিনি এই বছরের শেষের দিকে জুরিখ বা দোহাতে আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শেষ হয়ে গেলে, আমরা তার কাছে আমাদের পরিকল্পনাগুলি বিস্তারিতভাবে উপস্থাপন করব। “

কল্যাণ চৌবের কথায়,”ফিফা সভাপতিও আমাকে বলেছেন যে তিনি ভারতীয় ফুটবলের প্রতি আমাদের প্রধানমন্ত্রীর আগ্রহে মুগ্ধ হয়েছেন এবং প্রধানমন্ত্রী খেলাধুলায় সহায়তা করছেন।” এখানে উল্লেখ্য যে, এদিনের নির্বাচনে ফেডারেশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ কিপা অজয় ​।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন