Fifa ban India : এএফসিতে মোহনবাগানের পরিবর্তে এই ক্লাবের খেলার সম্ভাবনা প্রবল

১৬ আগষ্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করেছিল ফিফা (Fifa)। এর ফলে ভারতীয় ফুটবল’কে যেমন অন্ধকার গ্রাস করেছে, তেমন আচমকা সংকট নেমে আসায় বিপর্যস্ত এটিকে মোহনবাগান…

Fifa ban India

১৬ আগষ্ট সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করেছিল ফিফা (Fifa)। এর ফলে ভারতীয় ফুটবল’কে যেমন অন্ধকার গ্রাস করেছে, তেমন আচমকা সংকট নেমে আসায় বিপর্যস্ত এটিকে মোহনবাগান ক্লাব।

ফিফার এই সাপেনশনের ফলে এই মুহূর্তে কোনও ভারতীয় ফুটবল ক্লাব আন্তর্জাতিক কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেনা।এমনকি আন্তর্জাতিক কোনও বৈঠক অথবা কর্মকান্ডের সাথেও নিজেদের জড়িয়ে রাখতে পারবেনা।বাতিল হয়েছে এএফসি কোচিং লাইসেন্সের সমস্ত পরীক্ষা।

আগামী ৭ সেপ্টেম্বর যুবভারতীতে এএফসি কাপের ইন্টারজোনাল কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিলো এটিকে মোহনবাগানের। সাসপেনশানের জন্য সেই ম‍্যাচে খেলা অনিশ্চিত হয়ে গেছে সবুজ মেরুন শিবিরের।

Advertisements

এই সুযোগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে এএফসি কাপের ইন্টারজোনাল কোয়ার্টার ফাইনাল খেলার আবেদন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ‍্যাম্পিয়ান দল বসুন্ধরা কিংস।এএফসি কাপের গ্রুপ পর্বে, মুল পর্বে দ্বিতীয় স্থানে শেষ করেছিল বসুন্ধরা।তার’ই জন্যে এটিকে মোহনবাগানের পরিবর্ত ক্লাব হিসেবে নিজেদের নাম প্রস্তাব করেছে তারা।

এএফসি কাপ ২০২২ এর সংবিধান অনুযায়ী ৫.২ ধারা অনুযায়ী যদি কোনও অংশগ্রহণকারী দল প্রতিযোগীতা থেকে সরে দাড়ায় অথবা বাদ পরে , তাহলে এএফসি কম্পিটিশন কমিটি সেই দলকে সরিয়ে দেওয়ার কাজ করতে পারে।ইতিমধ্যে বাংলাদেশের চ‍্যাম্পিয়ান ক্লাবের তরফে চিঠি পাঠানো হয়েছে এএফসি’তে।