East Bengal: শুক্রবার শহরে এসে উপস্থিত হচ্ছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলের তারকা লিমা

ফিফা ব‍্যানের পর থেকেই দারুণ চিন্তার মধ্যে আছে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থক’রা। কবে আসবে তাদের বিদেশি ফুটবলার তা বুঝে উঠতে পারছেন না। আগামী ২৮ আগষ্ট…

Alex Lima

ফিফা ব‍্যানের পর থেকেই দারুণ চিন্তার মধ্যে আছে ইস্টবেঙ্গলের (East Bengal) সমর্থক’রা। কবে আসবে তাদের বিদেশি ফুটবলার তা বুঝে উঠতে পারছেন না। আগামী ২৮ আগষ্ট ডার্বি ম‍্যাচে এটিকে মোহনবাগানের হবে লাল হলুদ তার আগে এসে পৌছবে কি লাল হলুদের বিদেশি ফুটবলার’রা? ফিফা ব‍্যান এক্ষেত্রে কোনও সমস্যা তৈরী করবেনা তো।

এমনই সব আশঙ্কার মাঝে শোনা যাচ্ছে শুক্রবার শহরে হাজির হচ্ছে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা আলেক্স লিমা।৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ২০২১-২২ মরশুমে জামশেদপুর এফসি’র হয়ে খেলেছিলেন,২২ টা ম‍্যাচ খেলেছিলেন, একটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট’ও করেছিলেন।তার সেই একমাত্র গোল এসেছিলো এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।জামশেদপুরের সাথে চুক্তি শেষ হলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন লাল হলুদে।

বিভিন্ন সূত্রের মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে লাল হলুদের অধিকাংশ বিদেশি ফুটবলার এসে হাজির হবে শহরে।তবে এশিয়ান কোটার চুক্তিবদ্ধ ফুটবলার’কে ইস্টবেঙ্গল ডুরান্ডে খেলাতে পারবেন কিনা,তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।