Fifa ban India : অনিশ্চয়তা মুখে অজি ফুটবলার Dimitrios Petratos মোহনবাগানে খেলা

dimitri petratos

মঙ্গলবার ভারতীয় ফুটবল সংস্থার উপর ফিফা (Fifa) নিষেধাজ্ঞা জারি করায় দারুণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ফুটবল।একে প‍র এক সমস্যার উদ্রেক হচ্ছে। ইতিমধ্যে প্রশ্নের মুখে এটিকে মোহনবাগানের এএফসি কাপে খেলার ব‍্যাপারটা।

Advertisements

একেই তো বাগান সমর্থক’দের মধ্যে এএফসি কাপে খেলার সুযোগ হারানোর দুশ্চিন্তা চেপেছে তার পাশাপাশি এখনও শহরে এসে হাজির না হওয়া অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার Dimitrios Petratos ‘কে নিয়েও চিন্তায় আছে তারা,যদিও সবুজ মেরুন সমর্থক’দের চিন্তার কোনও কারণ নেই, আসলে ইতিমধ্যে এই ফুটবলারের সাথে ক্লাবের চুক্তি মিটেই গেছিলো, তাই তার ভারতে আসা এবার খালি সময়ের অপেক্ষা।

   

এর আগে সবুজ মেরুন শিবিরের তরফে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর একটি ভিডিও বার্তায় দিমিট্রিয়স পেট্রাটস বলেছিলেন, “এই ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। নতুন ক্লাবের সমর্থকদের সামনে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ভারতে নিজের সেরাটা দিতে চাই। আশা করি, যে টুর্নামেন্টগুলোতে আমরা খেলব, তার সবকটিতেই দলকে সফল হতে সাহায্য করব। খুব তাড়াতাড়িই দেখা হবে সবার সঙ্গে”,

Advertisements

অস্ট্রেলিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার’কে দলে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন সবুজ মেরুন কোচ ফেরান্দো,সেই সময় তিনি বলেছিলেন, “দিমিট্রিয়স এমন একজন টিমপ্লেয়ার, যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে। ও আমাদের জায়গা তৈরি করে দিতে সাহায্য করবে, দুর্দান্ত পাস দেবে এবং গোলের সামনে যথেষ্ট কার্যকরী হয়ে উঠবে।”