ফেডরকে অফিসিয়াল বিদায় জানাল কেরালা

এবছর শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে আইএসএল থেকে ছিটকে গিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা কিছুতেই মেনে নিতে পারেনি সমর্থকরা। কিন্তু নতুন সিজন থেকে…

Fedor Cernych Kerala Blasters

এবছর শক্তিশালী ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে আইএসএল থেকে ছিটকে গিয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা কিছুতেই মেনে নিতে পারেনি সমর্থকরা। কিন্তু নতুন সিজন থেকে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু এবার বদল হয়েছে দলের দায়িত্ব। ইভান ভুকোমানোভিচকে এই মরশুম শেষে বিদায় জানিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

তার বদলে সুইডেনের কোচ মিকেল স্টেহরের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। পূর্বে স্কটল্যান্ডের পাশাপাশি এক জার্মান কোচের সাথে কথাবার্তা চললেও তা বেশিদূর এগোয়নি। এবার এই নয়া কোচের হাত ধরেই প্রথম ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কেরালা।

   

নয়া কোচের নির্দেশ মতোই দল গঠনের কাজ করছে কেরেলা ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানানোর কথা শোনা যেতে থাকে বহুদিন ধরে। যাদের মধ্যে ছিলেন ফেডর চের্নিশ থেকে শুরু করে জাপানি ফুটবলার ডাইসুকে সাকাইয়ের মতো তারকার নাম। কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট খুশি ছিলেন ফেডর

তিনি বলেছিলেন, “আমি মনে করি আমার ক্যারিয়ারে আমি যে সমস্ত দলে খেলেছি তার মধ্যে এটি অন্যতম। আমার দেখা অন্যতম সেরা সমর্থন। ঘরের মাঠের পাশাপাশি বাইরের মাঠে ও এক অন্যরকম পরিবেশ তৈরি করে দলের সমর্থকরা। যা অনেকটাই উৎসাহ দেয় সকলকে।”

কিন্তু নতুন সিজনে আর থাকা হলনা এই ফুটবল ক্লাবে। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাকে বিদায় জানানোর কথা জানায় কেরালা। কিন্তু কে আসবেন এই উইঙ্গারের বদলে? তালিকায় রয়েছে একাধিক নাম। কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।