East Bengal: ডেভেলপমেন্ট লিগে ইস্টজোন চ্যাম্পিয়ন হওয়ায় ভোজের আয়োজন লাল-হলুদে

গতবছরের মতো এবছরও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না। প্রথমেই তাদের আটকে…

Feast of Football East Bengal Hosts

গতবছরের মতো এবছরও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। শুরুটা খুব একটা আরামদায়ক ছিল না। প্রথমেই তাদের আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের নতুন দল অ্যাডামাস ইউনাইটেডের বিপক্ষে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল ময়দানের এই প্রধানের কাছে‌। তবে পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় লাল-হলুদ ব্রিগেড।

যালফলে, অনায়াসেই টেবিলের শীর্ষে উঠে এসেছিল বিনো জর্জের ছেলেরা। তারপর সময় যত এগিয়েছে ততই সক্রিয় হয়ে উঠেছে দল।‌ মাঝে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় দল।

   

সেখান থেকেই এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যায় মশাল ব্রিগেড। এবার জাতীয় স্তরের লড়াই। এখন সেই দিকেই নজর সকলের। তবে টানা দু বছর এই অভূতপূর্ব সাফল্যের দরুন খুশি সকলেই। সেই সুবাদেই আজ বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র দলের কোচ বিনো জর্জ থেকে শুরু করে জুনিয়র দলের সকল ফুটবলাররা। এছাড়াও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল সহকারী কোচ ও অন্যান্য সাপোর্টিং স্টাফদের। এবার পরবর্তী পর্যায়ে জন্য প্রস্তুতি শুরু করে দেবে দল।

উল্লেখ্য, গত মরশুমে জাতীয় স্তরে অনবদ্য পারফরম্যান্স থাকলেও শেষ পর্যন্ত তা বজায় থাকেনি। শেষ পর্যন্ত তাদের আটকে যেতে হয়েছিল রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের কাছে। তবে এবার নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সকলে। ‌