FC Goa: স্যান্তি ক্যাজোরলাকে সই করাতে মরিয়া ছিল গোয়া, কিন্তু শেষ রক্ষা হল না

পুরোনো সব হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল এফসি গোয়া (FC Goa)। তবে শুধু দল গঠন…

santi cazorla

পুরোনো সব হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল এফসি গোয়া (FC Goa)। তবে শুধু দল গঠন নয়। পেনার পরিবর্তে হায়দরাবাদ এফসির আইএসএল জয়ী কোচ মানালো মার্কুইসকে নতুন মরশুমের জন্য চূড়ান্ত করে গোয়া দল। পরবর্তীতে কোচের পছন্দের খেলোয়াড়দের নিয়েই এবার ঢেলে সাজানো হয় গোটা দলকে।

সেজন্য, অনেক আগেই হার্নান সান্তানার মতো একাধিক বিদেশি ফুটবলারদের রিলিজ করে দেয় এই ফুটবল দল। এছাড়াও বহুবছর দলে থাকার পর বাদ পড়তে হয় এমনকি দল থেকে বাদ পড়তে হয় এডু গার্সিয়ার মতো ফুটবলারকে। টানা ছয়টি মরশুম গোয়া দলের জার্সিতে আইএসএল খেললেও এবার আর তাকে দলে রাখতে চাননি গোয়ার কোচ। তার বদলে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের সাইন করায় এফসি গোয়া ম্যানেজমেন্ট।

যাদের মধ্যে রয়েছেন সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির হয়ে খেলা দুই দাপুটে ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন দেশের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও তারকা ফরোয়ার্ড উদান্তা সিং। চলতি মরশুমে গোয়ার জার্সিতে যথেষ্ট ঝলমলে রয়েছেন ঝিঙ্গান। শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে পিছিয়ে থেকে ও জয় পেয়েছে এফসি গোয়া। এক্ষেত্রে যথেষ্ট কৃতিত্ব ছিল দেশের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের। তার গোলেই প্রান ফিরে পেয়েছিল গোয়া দল। পরবর্তীতে পাওলোদের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়ে কলকাতার এই প্রধান। যারফলে, বর্তমান সময়ে আইএসএলের পয়েন্ট টেবিলের অনেকটাই এগিয়ে রয়েছে মানালো মার্কেজের দল।

তবে এবার এফসি গোয়াকে নিয়ে সামনে এল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আর্সেনালের তারকা ফুটবলার স্যান্তি ক্যাজোরলাকে নাকি সাইন করানোর পথে ছিল আইএসএলের এই ফুটবল দল। সেইমতো কথাবার্তা ও নাকি অনেকটাই এগিয়ে ছিল দুই তরফ থেকে। কিন্তু পরবর্তীতে আর্থিক সমস্যা দেখা দেওয়ায় বাতিল হয়ে যায় সমস্ত কিছু। যা নিয়ে প্রবল হতাশা রয়েছে সকলের মধ্যে। তবে এই স্প্যানিশ মিডফিল্ডার দলে আসলে ভারতীয় ক্লাব ফুটবল যে এক অন্যমাত্রা পেত তা কিন্তু বলাই চলে।