কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের যোগ্যতা অর্জন করেছে এফসি গোয়া (FC Goa)। মাত্র কয়েকদিন আগেই ফতোরদা স্টেডিয়ামে এএফসির এই টুর্নামেন্টের প্রিলিমিনারী ম্যাচ খেলতে নেমেছিল গতবারের সুপার কাপ জয়ী দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ওমানের শক্তিশালী ফুটবল ক্লাব আল সীব। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে মানোলো মার্কুয়েজের ছেলেরা। সেই সুবাদে এবার মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে দেখা যাবে বোরহা হেরেরাদের (Borja Herrera)। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। যেখানে তাঁদের লড়াই করতে হবে আল নাসেরের মতো একাধিক শক্তিশালী ফুটবল দলের সঙ্গে।
Also Read | মেহেতাব সিংকে প্রায় নিশ্চিত করে ফেলল এই ফুটবল ক্লাব
এক কথায় বলতে গেলে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে এই টুর্নামেন্ট। গত মরসুমের শুরুটা খুব একটা ইতিবাচক না থাকলেও পরবর্তীতে ব্যাপক পারফরম্যান্স ছিল আইএসএলের এই দলের। দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলের লিগ শিল্ডের দূর থেকে ছিটকে গেলেও শেষ পর্যন্ত কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শেষ করেছিল এফসি গোয়া। সেই খেতাব জয়ের দরুন এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সুযোগ চলে এসেছিল ইন্ডিয়ান সুপার লিগের এই শক্তিশালী ফুটবল দলের কাছে। সেই সুযোগ এবার কাজে লাগিয়েছেন গোয়ার ফুটবলাররা। নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের সককে। যারফলে গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি।
Also Read | দুই প্রধানের সমর্থকদের রেষারেষি নিয়ে মুখ খুললেন প্রবীর দাস
প্রথমার্ধের দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন দেজান ড্রাজিচ। তারপর দ্বিতীয়ার্ধে জাভিয়ের সিভেরিও টোরোর গোল ম্যাচ প্রায় নিশ্চিত করে দিয়েছিল আইএসএলের এই দলকে। এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে অংশ না নিলেও প্রথম ডিভিশন লিগের পাশাপাশি এএফসির মঞ্চে এবার নিজেদের প্রমাণ করতে চান সকলে। সেইমতো এবার দলকে প্রস্তুত করতে চান মানোলো। আগেই জানা গিয়েছিল যে সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ শে আগস্ট থেকে এসিএলের প্রস্তুতি শুরু করতে চলেছে এফসি গোয়া।
তার আগেই জিম সেশনে নিজেকে প্রস্তুত করে তুলছেন দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার বোরহা হেরেরা। কিছু ঘন্টা আগেই জিম সেশনে থেকে সাইক্লিংয়ের পাশাপাশি পুশ আপ করার একটি ভিডিও স্টোরিতে দেন এই স্প্যানিশ তারকা। যা সহজেই নজর কেড়েছে সকল সমর্থকদের। এএফসির মঞ্চে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।