FC Goa: জুলাইয়ের শেষে প্রি-সিজন গোয়ার, ডুরান্ড খেলবে ছোটরা?

বর্তমান সময়ে দাঁড়িয়ে দল গঠনের কাজ প্রায় শেষের পথে এফসি গোয়ার (FC Goa)। গতবারের মতো এবারও মানালো মার্কেজের উপরে ভরসা রেখেই অভিযান শুরু করবে গোয়ার…

FC Goa to Begin Pre-Season Training at End of July

বর্তমান সময়ে দাঁড়িয়ে দল গঠনের কাজ প্রায় শেষের পথে এফসি গোয়ার (FC Goa)। গতবারের মতো এবারও মানালো মার্কেজের উপরে ভরসা রেখেই অভিযান শুরু করবে গোয়ার এই ফুটবল ক্লাব। যেখানে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলারদের এক অভূতপূর্ব মিশেলের সাক্ষী থাকতে চলেছে সকল।

এক্ষেত্রে কোচের পছন্দকে গুরুত্ব দিয়েই ঘর সাজানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। আকাশ সাঙ্গওয়ান থেকে শুরু করে আরো একাধিক তরুণ ফুটবলারদের দলে নিয়েছে গোয়া। সেইসাথে নিজেদের বেশ কিছু পুরনো ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে ম্যানেজমেন্ট।

   

মূলত গতবারের ভুল ভ্রান্তি শুধরে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের কাছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। সেইজন্য এবার বিশেষ অনুশীলন করতে চলেছে দল। যতদূর জানা গিয়েছে, এই নতুন মাসের শেষের দিকেই প্রি-সিজন শুরু করবে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাব। সম্ভবত দেশের মধ্যেই প্রস্তুতি শুরু করতে পারে মানালোর ছেলেরা। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত সামনে আসেনি কোনো কিছু। তবে যতদূর জানা গিয়েছে, এবারে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে হয়তো অংশ নেবে না এফসি গোয়ার সিনিয়র দল।

খুব সম্ভবত নিজেদের ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের দিয়েই এবার ডুরান্ড কাপ খেলাতে পারে গোয়া শিবির। সেইজন্য, গত কয়েকদিনে একাধিক তরুণ ফুটবলারদের সাইন করিয়েছে এই ক্লাব।