FC Goa: নয়া চুক্তিতে এবার গোয়ায় রাওলিন বোর্হেস

নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে প্রত্যেকটি ক্লাব। পিছিয়ে নেই এফসি গোয়া (FC Goa)। শেষ কিছু বছরের তুলনায় গতবার যথেষ্ট ভালো…

Rowllin Borges permanent transfer

নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ প্রায় শেষ করে ফেলেছে প্রত্যেকটি ক্লাব। পিছিয়ে নেই এফসি গোয়া (FC Goa)। শেষ কিছু বছরের তুলনায় গতবার যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল তাদের।‌ সেইজন্য অনায়াসেই টুর্নামেন্টের প্লে-অফে উঠে গিয়েছিল দল। যদিও পরবর্তীতে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের।

কিন্তু বহু বছর পর দলের এই পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছিল সকলকে। কিন্তু আইএসএল জয় করাই নতুন সিজনের অন্যতম লক্ষ্য এই ফুটবল ক্লাবের। এক্ষেত্রে নিজেদের দলকে আবারো ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের।

   

তাই মানালো মার্কেজের নির্দেশ মেনেই একের পর ফুটবলারদের নিশ্চিত করতে থাকে ম্যানেজমেন্ট। যাদের মধ্যে সবার আগে উঠে আসে আকাশ সাঙ্গওয়ানের নাম। আগের বছর চেন্নাইন দলে খেলতে দেখা গেলেও এবার গোয়ার জার্সিতে নতুন মরশুমের সূচনা করবেন এই ভারতীয় ফুটবলার। এছাড়াও গোলরক্ষক লারা শর্মার পাশাপাশি মহম্মদ হামিদের মতো প্রতিভাবানদের দলে টেনেছে এই ফুটবল ক্লাব। সেই সাথে দাপুটে ফুটবলার জয় গুপ্তার সঙ্গে ও দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করতে সক্ষম হয়েছে ম্যানেজমেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রাওলিন বোর্হেসের (Rowllin Borges) নাম।

আগামী ২০২৫ পর্যন্ত মানালো মার্কেজের দলের হয়েই খেলতে দেখা যাবে এই ফুটবলারকে। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে। সপ্তাহ কয়েক আগেই নিজেদের দলের একাধিক ফুটবলারদের বিদায় জানিয়েছিল মুম্বাই। যেখানে অন্যান্য ফুটবলারদের পাশাপাশি ছিল এই মিডফিল্ডারের নাম। সময় যত এগিয়েছে গোয়াতে যাওয়ার সম্ভবনা ততই জোড়াল হয় এই ফুটবলারের। ‌ অবশেষে এবার সরকারিভাবে ঘোষণা করা হয় এই ভারতীয় ফুটবলার নাম।