মানোলো মার্কুয়েজের তত্ত্বাবধানে গত বছর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া (FC Goa)। কলিঙ্গ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে সেবার খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে তিনটি গোলের ব্যবধানে পরাজিত করেছিল গোয়া শিবির। গোল করেছিলেন বোরহা হেরেরা থেকে শুরু করে ইকের গ্যারেক্সোনার মত ফুটবলার। সেই জয়ের সুবাদেই এই নয়া ফুটবল সিজনে ভারতের হয়ে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে গোয়া ফুটবল দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখেই এবার নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজে হাত দিয়েছে ম্যানেজমেন্ট।
এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পল মোরেনোর নাম। বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব রেসিং স্যান্টান্ডারের সঙ্গে যুক্ত রয়েছেন বছর একত্রিশের এই সেন্টার ব্যাক। সেই দলের হয়ে ইতিমধ্যেই তিনি খেলে ফেলেছেন একাধিক ফুটবল ম্যাচ। হিসাব অনুযায়ী চলতি মাসের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে এই ফুটবল ক্লাবের। মনে করা হচ্ছে তাঁর পরেই এই ডিফেন্ডারকে দলে টানতে চাইছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।
সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। বলাবাহুল্য, গত সিজনের শুরু থেকেই দাপটের সাথে ফুটবল খেলেছিল এফসি গোয়া। ডুরান্ডে ছিটকে যেতে হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে প্রভাব বিস্তার করে ছিল এই ক্লাব। যারফলে একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি শিল্ডের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করেছিল এই দলের নাম। কিন্তু শেষ পর্যন্ত বজায় ছিল না সেই ধারাবাহিকতা। অনায়াসেই হাতছাড়া হয়েছিল শিল্ড। তবুও লিগ কাপ নিশ্চিত করতে মরিয়া ছিল ফুটবলাররা।
তবে আটকে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে। দ্বিতীয় লেগের সেমিফাইনালে জাতীয় দলের এই অধিনায়কের করা গোলেই জয় ছিনিয়ে নিয়েছিল বেঙ্গালুরু। সেই হতাশা কাটিয়ে নয়া সিজনে সকলকে চমকে দিতে প্রস্তুত এই ফুটবল ক্লাব।










