স্পোর্টস ডেস্ক: গোয়া প্রো লিগে টুর্নামেন্ট ২০২১-২২ মরসুমে জোভিয়াল ডায়াস এবং মেভান ডায়াসের গোলে জয় দিয়ে অভিযান শুরু এফসি গোয়ার, ভেলসাও এসসিসি’র বিরুদ্ধে। মঙ্গলবার,১৯ অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে।
গোয়ার দুলার স্টেডিয়ামে ২৭ মিনিটের মাথায় গোলের লকগেট খোলে জোভিয়াল ডায়াস। ৯৩ মিনিটে এফসি গোয়ার হয়ে গোল করে মেভান ডায়াস। দুজনেরই এফসি গোয়ার জার্সিতে অভিষেক ঘটলো। আর অভিষেক ম্যাচে দুই ফুটবলারেরা গোলে গোয়া প্রো লিগে তিন পয়েন্ট নিয়ে অভিযান শুরু।
ম্যাচের ২৬ মিনিটে ভেলসাও এসসিসি’র কর্ণার থেকে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে।২৭ মিনিটে জোভিয়াল ডায়াস নিজের ব্যক্তিগত দক্ষতায় গোল করে, দূরপাল্লার শটে।প্রথমার্ধে এফসি গোয়ার ইভান কোস্তার ফ্রিকিক নেওয়া শট ক্রসবারে গিয়ে লাগে। অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে ব্রিটো পেরেইরার ক্রস থেকে মেভান ডায়াস এফসি গোয়ার হয়ে দ্বিতীয় গোল করে। ২৩ অক্টোবর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ভাস্কো স্পোর্টিং ক্লাব বনাম এফসি গোয়ার, বিকেল চারটে সময়।