এই নতুন মরসুমে এএফসির টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করবে এফসি গোয়া ফুটবল (FC Goa) দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই সমস্ত কিছু মাথায় রেখে অনেক আগে থেকেই নয়া সিজনের জন্য ঘর গোছানোর কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ডেভিড টিমোরের (David Timor ) নাম। গত সিজনে নিজের দেশের তৃতীয় ডিভিশনের ফুটবল দল সিডি এলডেন্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটির ও বেশি ম্যাচ।
যার মধ্যে দুইটি গোল কন্ট্রিবিউশন ছিল এই ফুটবলারের। সবদিক মাথায় রেখেই এবার তাঁকে দলে টানতে আগ্ৰহী ছিল ভারতবর্ষের এই ফুটবল দল।
এটাই হলো শেষ পর্যন্ত। বুধবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা ঘোষণা করে দিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই নয়া সিজনে ২৪ নম্বর জার্সিতে মাঠে নামতে দেখা যেতে চলেছে স্পেনের এই দীর্ঘদেহি ফুটবলারকে। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে বোরহা হেরেরাদের। চলতি ডুরান্ড কাপে দল অংশ না নিলেও এএফসির টুর্নামেন্টের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে গোয়া শিবির।
এছাড়াও রয়েছে কলিঙ্গ সুপার কাপের মত সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট। সব ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টে অংশ নেবে গতবারের চ্যাম্পিয়নরা। বলতে গেলে এবার অনেকগুলো ম্যাচ খেলতে হতে চলেছে মানোলো মার্কুয়েজের ছেলেদের। তাই প্রথম একাদশের পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চকে ও শক্তিশালী করতে বদ্ধপরিকর গোয়া ম্যানেজমেন্ট। যতদূর খবর, সেক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন ফুটবলারকে দলের টানার কথা জানিয়ে দিতে চলেছে দেশের এই শক্তিশালী দল। গত বছর ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য লড়াই করেও অল্পের জন্য খেতাব হাতছাড়া করেছিল এই ক্লাব।
সেই নিয়ে যথেষ্ট হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তা ভুলে এবার নতুন করে দলকে সাফল্যের সরণিতে ধরে রাখার পাশাপাশি প্রথম ডিভিশন লিগে চূড়ান্ত সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য মানালোর।