লাজংয়ের এই ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি এফসি গোয়ার

চলত বছরে দুরন্ত ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া (FC Goa)। শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ…

Ronney Wilson

চলত বছরে দুরন্ত ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া (FC Goa)। শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে।‌ তারপর আর পিছনে তাকাতে হয়নি।

স্বাভাবিকভাবেই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে এসেছিল ইকের গ্যারেক্সোনারা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। স্বাভাবিকভাবেই তাঁদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফস্কে যায় লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া। সেই মতো দলের ফুটবলারদের প্রস্তুত করেছিলেন মানোলো মার্কুয়েজ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে।

   

তবে পুরনো হতাশা ভুলে এবার দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠেছিল এফসি গোয়া। এবার এই খেতাব জয় করেই মরসুম শেষ করার পরিকল্পনা ছিল এই ফুটবল ক্লাবের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। জামশেদপুর এফসিকে পরাজিত করে কাপ জয় করে গোয়া। সেইসাথে এখন থেকেই আগামী সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নতুন কোচ নিয়োগ করার পাশাপাশি দলের বেশকিছু ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। যার মধ্যে অন্যতম ছিল রনি উইলসন। এই মরসুমে আইলিগের ক্লাব শিলং লাজং এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা।

কিন্তু দীর্ঘমেয়াদি চুক্তিতে এবার তাঁকে দলে টানল আইএসএলের এই ফুটবল ক্লাব। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রিজার্ভ বেঞ্চকে।

Advertisements