FC Goa: ডুরান্ডের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা গোয়ার

শেষ ফুটবল মরশুমে খুব একটা দাগ কাটতে পারেনি এফসি গোয়া (FC Goa )। মরশুমের শুরুতে এডু বেদিয়া থেকে শুরু করে হার্নান সান্তানার মতো ফুটবলারদের দলে নিয়ে যথেষ্ট আক্রমনাত্মক পদ্ধতিতে লড়াই শুরু করলেও পরবর্তীকালে ম্যাচ এগোনোর সাথে সাথেই টুর্নামেন্ট থেকে পিছিয়ে পড়তে হয় তাদের।

FC Goa

শেষ ফুটবল মরশুমে খুব একটা দাগ কাটতে পারেনি এফসি গোয়া (FC Goa )। মরশুমের শুরুতে এডু বেদিয়া থেকে শুরু করে হার্নান সান্তানার মতো ফুটবলারদের দলে নিয়ে যথেষ্ট আক্রমনাত্মক পদ্ধতিতে লড়াই শুরু করলেও পরবর্তীকালে ম্যাচ এগোনোর সাথে সাথেই টুর্নামেন্ট থেকে পিছিয়ে পড়তে হয় তাদের। শেষ পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্স নিয়েই মরশুম শেষ করতে হয় ওই দলকে।

তবে অতীতের পারফরম্যান্স ভুলে এবার এই ডুরান্ড কাপ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া এফসি গোয়া। এক্ষেত্রে পেনাকে সরিয়ে হায়দরাবাদ দলের আইএসএল জয়ী কোচ মানালো মার্কুইসকে দেওয়া হয় দলের দায়িত্ব। তার তত্ত্বাবধানে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া এফসি গোয়া দল।

এক্ষেত্রে অধিকাংশ পুরোনো ফুটবলারদের বিদায় জানিয়ে একের পর এক তারকা ফুটবলারদের দলে টেনেছে এফসি গোয়া। গত ছয় বছরের সম্পর্ক শেষ করে এডু বেদিয়াকে রিলিজ করে দেয় গোয়া দল। তার পরিবর্তে দলে আনা হয় পাওলো রেট্রেকে। এছাড়াও এবারের দলে রয়েছেন ভিক্টর রড্রিগেজ, ও কার্লোস মার্টিনেজের মতো ফুটবলাররা।

Advertisements

তবে দেশিয় ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে ও খুব একটা পিছিয়ে নেই ম্যানেজমেন্ট। উদান্তা সিং থেকে শুরু করে সন্দেশ ঝিঙ্গান, রাওলিন বর্জেস, রেনিয়ার ফার্নান্দেজের মতো ফুটবলারদের চূড়ান্ত করেছে এই আইএসএল ক্লাব। এবার তাদের অধিকাংশ ফুটবলারদের সামনে রেখেই ডুরান্ড যুদ্ধে নামতে চায় গোয়া।

সেই অনুযায়ী দলের গোলরক্ষক হিসেবে থাকছেন, ধীরজ সিং, আর্শদ্বীপ সিং, ঋত্বিক তিওয়ারি। দলের রক্ষনভাগ সামাল দেওয়ার দায়িত্বে থাকছেন সন্দেশ ঝিঙ্গান, সানশন পেরেইরা, বরিস সিং, লিয়েন্ডার ডিকুনহা, ওডেই, সেরিটন ফার্নান্দেজ, সেভিয়ার গামা, রায়ান মেনেজেস, ও জে গুপ্তা। একইভাবে দলের মাঝমাঠ সামলানোর দায়িত্ব পেয়েছেন উদান্তা সিং, আয়ুশ ছেত্রী, পাওলো রেট্রে, রাওলিন বর্জেস, ভিক্টর রড্রিগেজ ও ব্রিসন ফার্নান্দেজ। এবং দলের হয়ে আক্রমণভাগে ঝড় তুলবেন যথাক্রমে দেবেন্দ্র মুরগাওকর ও নোয়া সাদাউ। এবার এই তারকা ফুটবলারদের সামনে রেখেই ডুরান্ড অভিযান শুরু করবে গোয়া।