Edu Bedia: এফসি গোয়াতেই থাকছেন এডু বেডিয়া

Edu Bedia is in the FC Goa

ইতিমধ্যে জমে উঠেছে দলবদলের মরশুম। হাতে এখনও বিস্তর সময়,তবে তার আগেই বিভিন্ন দল গুলো নিজেদের’কে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এদিকে এফসি গোয়া দলের অন‍্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এডু বেডিয়া’র (Edu Bedia) সাথে নয়া চুক্তি সেরেছে। ফের আরেকবার পরিচিত গোয়ানিজ ক্লাবের হয়ে মাঠে নামবেন বেডিয়া।

ইতিমধ্যে পাঁচ মরশুম এই ক্লাবেই কাটিয়ে ফেলেছেন তিনি। ২০১৭-১৮ মরশুমে এফসি’তে যোগদান কারী এই বছর ৩৩’এর স্প‍্যানিয়ার্ড মোট ১০২ টি ম‍্যাচ খেলেছেন ক্লাবের হয়ে। করেছেন ১৩ টি গোল এবং ১৩ টি অ্যাসিস্ট। এশিয়ান চ‍্যাম্পিয়ান্স লিগে প্রথম ভারতের দলের প্রথম গোল করার নজির এই বেডিয়ার’ই দখলে।

   

আসন্ন মরশুম তার কেরিয়ারের অন‍্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করেন এই স্প‍্যানিশ তারকা। সংবাদ মাধ্যম’কে জানিয়েছেন, ” ক্লাবের হয়ে টিম হিসেবে অথবা ব‍্যক্তিগত ভাবে কোনও নজির গড়াটা অত‍্যন্ত গর্বের একটা বিষয় আমার কাছে। আসছে মরশুম টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার কাছে। সেরাদের মধ‍্যে নিজেদেরকে দেখার বিষয় নিশ্চিত আমি।”

এদিকে বেডিয়া’কে নিয়ে ভীষণ আশাবাদী সংশ্লিষ্ট ক্লাবের ডিরেক্টর রবি পুষ্কর ,নবীন – প্রবীন’দের নিয়ে অভিজ্ঞ বেডিয়া ক্লাব’কে আলোর সরনী ধরে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই মনে করেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন