Mohun Bagan : ফেরান্দোর মতো একই সমস্যার সম্মুখীন মানালো

হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) মতো একই সমস্যার সম্মুখীন হয়েছে এফসি গোয়ার (FC Goa) কোচ মানালো মার্কেজ (Manolo Marquez)। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)…

mohun bagan

হুয়ান ফেরান্দোর (Juan Ferrando) মতো একই সমস্যার সম্মুখীন হয়েছে এফসি গোয়ার (FC Goa) কোচ মানালো মার্কেজ (Manolo Marquez)। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) মরসুমের শুরু থেকে চোট সমস্যায় জর্জরিত ছিল। এখনও সব ম্যাচে পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারছেন না কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তবুও চোট সমস্যা এখন অনেকটা কাটিয়ে উঠেছে বাগান। এবার চোট সমস্যায় পড়েছে এফসি গোয়া।

লাগাতার চোট সমস্যা দলকে কতটা প্রতি প্রভাবিত করতে পারে তার হাতে গরম উদাহরণ এখন এফসি গোয়া। দলের অন্যতম নির্ভরযোগ্য দুই ফুটবলার এখন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। একজন সন্দেশ ঝিঙ্গান, অন্যজন কার্লোস মার্টিনেজ। সন্দেশ রক্ষণভাগের ফুটবলার, মার্টিনেজ আক্রমণভাগের। এই দুই খেলোয়াড়ের অনুপস্থিতি মার্কেজ টের পাচ্ছেন হাড়ে হাড়ে।

   

ফুটবল প্রেমীদের একাংশ ইতিমধ্যে চোটগ্রস্ত বাগানের সঙ্গে বর্তমান এফসি গোয়ার তুলনা করতে শুরু করে দিয়েছেন। হুয়ান ফেরান্দোর সময়ে মোহন বাগান সুপার জায়ান্টে চোট আঘাত সমস্যা ছিল নিত্য দিনের। খুব কম ম্যাচেই বোধহয় পূর্ণশক্তির দল হাতে পেয়েছিলেন বাগানের প্রাক্তন কোচ। হুয়ান বারংবার বলেছিলেন, পুরো স্কোয়াড হাতে না পেলে দলের প্রকৃত পারফরম্যান্স বোঝা সম্ভব নয়।

সবুজ মেরুন ব্রিগেড থেকে বিদায় হয়েছে হুয়ানের। আন্তর্জাতিক বিরতির পর এখন মোহন বাগান সুপার জায়ান্টের পারফরম্যান্স অনেক ধারাবাহিক হয়েছে। সেই সঙ্গে কমেছে চোট আঘাত সমস্যা। চোট এবং পারফরম্যান্সের মধ্যে তুলনা করলে হুয়ানের আমলে সমস্যা ছিল বৈকি। এফসি গোয়ার পারফরম্যান্স দেখে বাগান সমর্থকদের অনেকের এখন মনে পড়ছে ফেরান্দো জমানার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ফুটবল প্রেমীদের একাংশ এখন ফেরান্দোর সঙ্গে মানালো মার্কেজের এফসি গোয়ার তুলনা শুরু করেছেন।