FC Goa: এই ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াতে চায় গোয়া

বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া (FC Goa)। প্লে-অফ পাকা হয়ে গেলেও টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের জন্য এবার লড়াই করছে এই ফুটবল দল।…

Indian Footballer Rowllin Borges

বর্তমানে আইএসএলের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া (FC Goa)। প্লে-অফ পাকা হয়ে গেলেও টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের জন্য এবার লড়াই করছে এই ফুটবল দল। গত ম্যাচে তারা পরাজিত করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ফুটবল ক্লাবকে। আগামী মাসের প্রথম দিকে তাদের লড়াই করতে হবে এই টুর্নামেন্টের অত্যন্ত দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে।

Advertisements

এই ম্যাচে জয় পেলে শিল্ড জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে বোরহারা। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট। সেইমতো এবারের এই ফুটবল লিগের বেশকিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের।

   

আইএসএলের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগেই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে তারা লোনে নিয়েছিল বোরহা হেরেরাকে। তার উপস্থিতিতে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে এসেছে মানালো মার্কেজের দল। এবার তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় ক্লাব। সেইমতো কথাবার্তাও শুরু করে দিয়েছে ক্লাব। এছাড়াও তরুণ প্রতিভা মোহাম্মদ নেমিলের সঙ্গে ও গতকাল চুক্তি বাড়িয়ে নিয়েছে গোয়া দল। বলাবাহুল্য, এবারের টুর্নামেন্টে নেমিলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে‌। তাই সব দিক বিবেচনা করেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত।

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরেক ভারতীয় তরুণের নাম। তিনি রাওলিন বর্জেস। একটা সময় রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি থেকে লোনের মাধ্যমে এই ফুটবল দলে যোগ দিয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার পারফরম্যান্স সময়ের সাথে সাথে যথেষ্ট আকর্ষণীয় থেকেছে কোচের কাছে। সেইজন্য, এবার তার সঙ্গে চুক্তি বাড়াতে চায় আইএসএলের এই ফুটবল ক্লাব।