ISL ক্লাবগুলোর চিন্তা বাড়াতে পারে এই জুটি

নতুন মরসুম শুরু হওয়ার আগে দল গঠনের কাজ চলছে। ভাল ফলাফল করার উদ্দেশ্যে স্কোয়াডে রদবদল করছে প্রায় সব দল। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাবগুলোতে এবার…

fc goa isl 2024 back line can be effective

নতুন মরসুম শুরু হওয়ার আগে দল গঠনের কাজ চলছে। ভাল ফলাফল করার উদ্দেশ্যে স্কোয়াডে রদবদল করছে প্রায় সব দল। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাবগুলোতে এবার এবা একাধিক দল বদল লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের গুছিয়ে নিচ্ছে এফসি গোয়া (FC Goa)। রক্ষণভাগকে মজবুত করছে তারা।

এফসি গোয়া মহম্মদ হাম্মাদকে নতুন মরসুমের আগে দলে নিশ্চিত করেছে। একাধিক বছরের চুক্তিতে স্বাক্ষর করার পর হাম্মাদ আসন্ন ২০২৪-২৫ মরসুম এবং তার পরেও গাউরদের স্কোয়াডের সদস্য হিসেবে থাকবেন।

   

CFL: খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সুনীল ছেত্রীর ‘বন্ধু’

জম্মু ও কাশ্মীরে জন্ম ও বেড়ে ওঠা হাম্মাদের ফুটবল যাত্রা শুরু হয়েছিল আই লিগের দ্বিতীয় ডিভিশনে লোনস্টার কাশ্মীর এফসি থেকে। উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য ২০১৫-২০১৬ মরসুমে সন্তোষ ট্রফির জন্য জম্মু ও কাশ্মীর রাজ্য দলে জায়গা পেয়েছিলেন। এরপরে এই ডিফেন্ডার রিয়াল কাশ্মীর এফসি-তে যোগ দিয়েছিলেন। স্নো লেপার্ডসকে ২০১৭-১৮ মরসুমে আই লিগ দ্বিতীয় বিভাগের শিরোপা জিততে এবং আই লিগ খেলার যোগ্যতা অর্জন করতে সাহায্য করেছিলেন মহম্মদ হাম্মাদ। আই লিগেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। ২০১৮-১৯ মরসুমের উদ্বোধনী খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব এফসিকে ১-০ ব্যবধানে পরাজিত করেছিল রিয়াল কাশ্মীর।

 

এফসি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল লোকেশ ভেরওয়ানি এই চুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘মহম্মদ হাম্মাদকে এফসি গোয়ায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর ধারাবাহিক পারফরম্যান্স, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বহুমুখী প্রতিভা আমাদের দলে অমূল্য সংযোজন করে তুলেছে। আমরা বিশ্বাস করি আসন্ন মরসুমে আমাদের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখবেন।’

Transfer News: ‘চ্যাম্পিয়ন’ ক্লাবে যোগ দিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার

হাম্মাদের সঙ্গে আকাশ সাংওয়ান জুটি মাঠে কার্যকর প্রমাণিত হতে পারে। হরিয়ানার আকাশ সাইড ব্যাকের ফুটবলার। এই দুই ফুটবলারের মধ্যে বোঝাপড়া গড়ে উঠলে এফসি গোয়ার জন্য হতে পারে ইতিবাচক দিক।