আরও একটু বেশি প্রত্যাশা ছিল চেন্নাইয়িন এফসির কাছ থেকে। শনিবারের Durand Cup-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান সুপার লীগ খেলা দুই দল। দুই তরফেই বিদেশি ফুটবলারদের মাঠে নামানো হয়েছিল। মুখ থুবড়ে পড়ল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC), সেমিফাইনালে এফসি গোয়া (FC Goa)।
এদিনের কোয়ার্টার ফাইনালের শুরুতে এগিয়ে গিয়েছিল অ্যালেকজন্দার স্টুয়ার্টের চেন্নাইয়িন এফসি। পূর্ণ শক্তির দল মাঠে নামিয়েছিল দক্ষিণ ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল ক্লাব। ম্যাচের শুরুতে তারাই প্রথম এগিয়ে গিয়েছিল। ম্যাচের প্রথম বাঁশি বাজার পাঁচ মিনিটের মাথায় বিকাশের গোলে এগিয়ে গিয়েছিল চেন্নাইয়িন ফুটবল ক্লাব।
এক গোল পিছিয়ে পড়ার পর প্রবলভাবে ম্যাচে ফিরে আসার চেষ্টা করতে থাকে এফসি গোয়া। স্কোরলাইন ১-১ হল এবারেই গোয়ার দলে সই করা কার্ল ম্যাক হিউ। যিনি এর আগে ছিলেন এটিকে মোহন বাগানের মিডফিল্ড জেনারেল। ৩০ মিনিটে স্কটিশ মিডিওর করা গোল সমতায় ফেরে এফসি গোয়া। মিনিট দশ অতিক্রম করতে না করতেই ফের গোল। এফসি গোয়ার পক্ষে স্কোরলাইন ২-১ করেন কার্লোস।
Two goals in two mins to seal the deal. Kolkata here we come
pic.twitter.com/W6JQSxd5kD
— FC Goa (@FCGoaOfficial) August 26, 2023
ম্যাচের শুরুটা চেন্নাইয়িন এফসি ভালো করলেও আধিপত্য বিস্তার করতে পেরেছিল এফসি গোয়া। অবশ্য দুই দলের কাছেই এসেছিল স্কোরলাইন বদল করার মতো আরও একাধিক সুযোগ।
বিরতির পর আরও বেশি করে সুযোগের সদ্ব্যবহার করে এফসি গোয়া। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলা থেকে হারিয়ে যেতে শুরু করেছিলেন রহিম আলি, সার্থক গোলুইরা। নব্বই অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে এফসি গোয়া। ৯১ ও ৯৩ মিনিটে গোল দুটি করেছেন যথাক্রমে নোয়াহ এবং ভিক্টর।