হায়দরাবাদের এই তরুণ মিডফিল্ডারের দিকে নজর এফসি গোয়ার

গত কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় ভুগছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC’)। পরিস্থিতির উন্নতি করার পরিকল্পনা থাকলেও ট্রান্সফার ব্যানের মতো বিষয় গুলি আরো ব্যাকফুটে ঠেলে দেয়…

Abdul Rabeeh

গত কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় ভুগছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC’)। পরিস্থিতির উন্নতি করার পরিকল্পনা থাকলেও ট্রান্সফার ব্যানের মতো বিষয় গুলি আরো ব্যাকফুটে ঠেলে দেয় ম্যানেজমেন্টকে। যারফলে দল ছেড়ে অন্যত্র যোগদান করতে শুরু করেন হেভিওয়েট ফুটবলাররা। এমনকি আগের মরসুমেই বিদায় নিয়েছেন তাঁদের আইএসএল জয়ী কোচ। মানোলো মার্কেজ।

   

এই ডামাডোল পরিস্থিতির মধ্যে ও দেশীয় ব্রিগেডের উপর ভরসা করে গতবার আইএসএলে অংশগ্রহণ করেছিল হায়দরাবাদ এফসি। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে সিজন শেষ করতে হলেও দলের ফুটবলারদের পারফরম্যান্স খুশি করেছিল সকলকে। কিন্তু এবার দল নামানো নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

গত কয়েকদিন আগেই ডুরান্ড কাপ থেকে নাম তুলেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। পরিবর্তে আইলিগের কোনও দলকে দেখা যেতে পারে এবারের এই ফুটবল টুর্নামেন্টে। এমনকি আইএসএলে দল নামানো নিয়ে ও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে অর্থনৈতিক সমস্যা। এই পরিস্থিতিতে দলের একাধিক ফুটবলারদের রিলিজ করেছে দিয়েছে হায়দরাবাদ এফসি‌।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আব্দুল রাবীহর (Abdul Rabeeh) নাম। বছর তিনেক আগে কেরালার লুকা ফুটবল ক্লাব থেকে হায়দরাবাদ এফসিতে যোগদান করেছিলেন এই তরুণ মিডফিল্ডার। তারপর থেকেই খেলে আসছেন এই দলের জার্সিতে। হিসাব অনুযায়ী আগামী ২০২৬ পর্যন্ত চুক্তি থাকলেও সেটি ভঙ্গ করে অন্যত্র যেতে চান আব্দুল। এক্ষেত্রে বড় ট্রান্সফার ফি নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট।

যতদূর খবর, এই ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট আগ্ৰহী মানোলো মার্কেজের এফসি গোয়া। সেইমতো কথাবার্তা ও শুরু করেছে আইএসএলের এই ফুটবল ক্লাব।