আকাশ প্রসঙ্গে কী বললেন এফসি গোয়ার ডিরেক্টর?

আইএসএল মরশুমের মাঝামাঝি সময় থেকেই আকাশ সাঙ্গওয়ানের (Aakash Sangwan) দিকে নজর ছিল এফসি গোয়ার (FC Goa )। পরবর্তীতে অর্থাৎ সিজনের শেষে তাকে চূড়ান্ত করে ফেলে…

FC Goa Director Lokesh Bherwani Shares His Views on Aakash Sangwan

আইএসএল মরশুমের মাঝামাঝি সময় থেকেই আকাশ সাঙ্গওয়ানের (Aakash Sangwan) দিকে নজর ছিল এফসি গোয়ার (FC Goa )। পরবর্তীতে অর্থাৎ সিজনের শেষে তাকে চূড়ান্ত করে ফেলে মানালো মার্কেজের এই ফুটবল ক্লাব। গত রবিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে তার নাম ঘোষণা করে এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা খুশি করেছে দলের সমর্থকদের। এই ভারতীয় লেফট ব্যাকের উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে দলকে। গত সিজনে‌ চেন্নাইনের হয়ে দশটির ও বেশি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার। করেছিলেন দুইটি গোল।

আরও পড়ুন: Joni Kauko: কাউকোকে সই করানোর দৌড়ে আরও এক ক্লাব !

   

তবে গত মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে তার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা না থাকলেও আইএসএলের বেশকিছু ক্লাবের তরফ থেকে প্রস্তাব এসেছিল আকাশের কাছে। শেষ পর্যন্ত তাতেই সম্মতি দেন এই ফুটবলার। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন এফসি গোয়ার ডিরেক্টর লোকেশ ভেওয়ানি। তিনি বলেন, আকাশ সাঙ্গওয়ানের মতো ফুটবলারকে দলে আনতে পেরে আমরা যথেষ্ট খুশি। আইলিগের পাশাপাশি আইএসএলে ও তার দূরন্ত পারফরম্যান্স থেকেছে। তার সেই অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের বাড়তি অ্যাডভান্টেজ দেবে।

আরও পড়ুন: Mohun Bagan: দ্রুত বড় ঘোষণা করতে পারে মোহনবাগান

পাশাপাশি তিনি আরো বলেন, রক্ষনভাগের পাশাপাশি আক্রমনভাগে ও প্রয়োজন মতো যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে পারে। আকাশের এই দক্ষতা আমাদের দলের ভাবনা চিন্তার সঙ্গে যথেষ্ট সামাঞ্জস্যপূর্ন। নতুন সিজনে আমরা ভালো পারফরম্যান্স করার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী।