FC Goa: এফসি গোয়া জোর ধাক্কা দিয়ে ছিটকে গেলেন দাপুটে ফুটবলার

গতবারের ফুটবল সিজনটা খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি এফসি গোয়ার (FC Goa) পক্ষে। সেবার দলের ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিলেও আদতে কাজের কাজ তেমন…

Victor Rodriguez

গতবারের ফুটবল সিজনটা খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি এফসি গোয়ার (FC Goa) পক্ষে। সেবার দলের ফুটবলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিলেও আদতে কাজের কাজ তেমন কিছুই হয়নি। প্রথম ছয়ের বাইরেই থাকতে হয়েছিল তাদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল ম্যানেজমেন্টের অন্দরে। তবে পুরোনো সমস্ত কিছু ভুলে নতুন করে নিজেদের মেলে ধরতে বধ্য পরিকর ছিল একবারের আইএসএল ফাইনালিস্টরা।

সেইমতো মরশুম শুরুর আগে হায়দরাবাদ এফসির বিদায়ী কোচ মানালো মার্কেজকে দেওয়া হয় দলের দায়িত্ব। বলতে গেলে হায়দরাবাদ থেকে ছিনিয়ে নেয় গোয়া। তারপর নতুন করে সেজে ওঠে গোটা দল। সেক্ষেত্রে হার্নান সান্তানা থেকে শুরু করে এডুর মতো ফুটবলারদের রিলিজ করে দেয় ম্যানেজমেন্ট।

   

তাদের বদলে প্রতিপক্ষের ঘর ভেঙে একের পর এক ফুটবলারদের দলে টানতে থাকে এফসি গোয়া। যাদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের অন্যতম দাপুটে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে উদান্তা সিংয়ের মতো দাপুটে ফুটবলাররা। এছাড়াও বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিতে দেখা যায় এফসি গোয়াকে। তাদের অনবদ্য পারফরম্যান্সের দরুণ এবারের ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে এই ফুটবল দল। তাদের পরেই রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। গত ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম শক্তিশালী ফুটবল দল মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে লিগের শীর্ষস্থান অনেকটাই মজবুত করে নিয়েছে এফসি গোয়া। যা নিয়ে খুশির আমেজ ছিল সমর্থকদের মধ্যে।

তবে এবার বড়সড় ধাক্কা খেল মানালো মার্কেজের ফুটবল দল। কিছুক্ষণ আগেই জানা গিয়েছে যে গুরুতর চোটের দরুণ এবারের এই ফুটবল সিজন থেকে কার্যত ছিটকে যেতে হয়েছে তাদের অন্যতম দাপুটে তারকা ভিক্টর রড্রিগেজকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। যারফলে, ব্যাকআপ ফুটবলারদের দিয়েই নিজেদের বাকি মরশুম চালাতে হবে কোচকে। তবে এই দাপুটে ফুটবলারের অনুপস্থিতি দলের ক্ষেত্রে যে ব্যাপক প্রভাব ফেলবে তা কিন্তু বলাই চলে।