ইস্টবেঙ্গলে আসতে চলেছে মেঘালয়ের তারকা ফুটবলার

কবে মিটবে ইস্টবেঙ্গলের চুক্তিজট ? তা এখনও অবধি স্পষ্ট হলোনা। শুধুমাত্র খসড়ায় একের পর এক বদল আনছে দুই পক্ষ। তবে সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের…

কবে মিটবে ইস্টবেঙ্গলের চুক্তিজট ? তা এখনও অবধি স্পষ্ট হলোনা। শুধুমাত্র খসড়ায় একের পর এক বদল আনছে দুই পক্ষ। তবে সূত্রের খবর অনুযায়ী আগামী সপ্তাহের মাঝামাঝি এই সমস্যা হয়তো মিটতে চলেছে।

Advertisements

এদিকে চুপ করে বসে নেই ক্লাব কর্তারা। দল বদলের বাজারে যখন অধিকাংশ ক্লাব গুলো একের পর এক চমক দেখাচ্ছে তখন নিঃশ্চুপ থেকেই আসন্ন মরশুমের দল গঠনের কাজ চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড।

Advertisements

শোনা যাচ্ছে এফসি গোয়ার ডিফেন্ডার আইবানবা ডোলিং’কে দলে পেতে আগ্রহী লাল হলুদ ব্রিগেড। শিলং লাজংয়ের এই ইউথ প্রোডাক্ট মেঘালয়ের বাসিন্দা। পরবর্তী সময়ে তিনি চলে যান টাটা ফুটবল অ্যাকাডেমিতে। সেখানে নজরকাড়া ফুটবল খেলার পর বিভিন্ন আইলিগের ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পরবর্তী সময়ে ২০১৯ সালে মেঘালয়ের এই ডিফেন্ডার এফসি গোয়ার সাথে চুক্তিবদ্ধ হন। গোয়ার হয়ে ডুরান্ড কাপ জেতা এই ফুটবলার’কে পেতে বর্তমানে এফসি গোয়ার সাথে প্রাথমিক স্তরের কথা বার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে ডিলং নিজেও আগ্রহী ইস্টবেঙ্গলে খেলার বিষয়ে। এখন দেখা যাকে শেষ অবধি কি হয়।