Manalo Marquez: জিততে না পেরে নিজেকে কাঠগড়ায় তুলছেন আইএসএল কোচ

Manolo Marquez

গোলশূন্য ভাবে শেষ হয়েছে বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া ম্যাচ। একটিও গোল হয়নি। দুই দলই গোল করার জন্য পরিচিতি। শেষ পর্যন্ত কোনো পক্ষই আর ঝুঁকি নিতে চায়নি। ঝুঁকি নিলে হয়তো ভালো হতো, সাংবাদিক সম্মেলনে আক্ষেপ এফসি গোয়া কোচ মানালো মার্কেজের (Manalo Marquez)।

Advertisements

গোল করার মতো একাধিক পরিস্থিতি তৈরি করেছিল এফসি গোয়া। সাতটা শট ছিল অন টার্গেট। গুরপ্রীত সিং সন্ধু বুধবারের ম্যাচের দারুণ ফর্মে ছিলেন। ছয়টি ক্ষেত্রে দলের নিশ্চিত পতন রোধ করেছেন তিনি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট না পেলেও চলতি আইএসএল এ অপরাজিত রইল গোয়া।

ম্যাচের পর মানালো বলেছেন, “পুরো পয়েন্ট হয়তো পাওয়া যেত। এর জন্য আমি নিজেই দায়ী। সাহস কিছু পরিবর্তন করলে খেলার ফল হয়তো অন্যরকম হতে পারতো। শেষ পর্যন্ত আর পরিবর্তন করিনি। তবুও আমরা একটা পয়েন্ট আদায় করেছি। ম্যাচে কোনো গোল হজম করিনি, এখনও পর্যন্ত অপরাজিত।”

Advertisements

“নিজেদের সমালোচনার জায়গা রয়েছে। বিশেষত আমার নিজের। তরুণ ফুটবলাররা প্রতি আক্রমণে মারাত্মক হতে পারে। গুরপ্রীতের থেকে একটা লম্বা বল পেয়ে কাউন্টার অ্যাটাকে গোল হওয়ার আশঙ্কায় আক্রমণভাগে শেষ পর্যন্ত আর লোক বাড়াতে পারিনি”, ম্যাচের পর বলছেন এফসি গোয়া কোচ।